আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন করিম বেঞ্জিমা

২০০৭-এ ফ্রান্স দলে ঢোকার পর থেকে ২০১৫ পর্যন্ত টানা খেলেছেন বেঞ্জিমা। কিন্তু এরপর নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

রবিবার স্বপ্নভঙ্গ হয়েছে। বিশ্বকাপ ফাইনালে হেরেছে ফ্রান্স। আর পরদিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন করিম বেঞ্জিমা। এদিন এমনটাই জানালেন তিনি। এর ফলে আর কোনওদিন ফ্রান্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না বেঞ্জিমাকে। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেননি বেঞ্জিমা।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় বেঞ্জিমা তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “চেষ্টা করেছিলাম নিজের সেরাটা দেওয়ার। যা ভুল করেছি, তার জন্যই আজ আমি এখানে। আমি এর জন্য গর্বিত। আমার গল্প লেখার এখানেই শেষ।”

দিদিয়ের দেশঁর ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন বেঞ্জিমা। কিন্তু কাতারে গিয়েও তাঁকে ফিরে আসতে হয় থাই মাসলের চোটের জন্য। রিয়াল মাদ্রিদে ট্রেনিং করে বেঞ্জিমা অনেকটা ফিট হয়ে গিয়েছিলেন বলে খবর। শোনা যাচ্ছিল তিনি ফাইনালে খেলতে পারেন। কিন্তু কোচ দেশঁর কাছ থেকে উৎসাহব্যাঞ্জক বার্তা পাননি। এবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণও এরপর ফিরিয়েছেন। এই আমন্ত্রণ ছিল কাতারে গিয়ে খেলা দেখার। কিন্তু প্রেসিডেন্টের মুখের উপর না বলে দেওয়ার পর ফ্রান্স দলে তিনি আর সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

২০০৭-এ ফ্রান্স দলে ঢোকার পর থেকে ২০১৫ পর্যন্ত টানা খেলেছেন বেঞ্জিমা। কিন্তু এরপর নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল করেছেন বেঞ্জেমা।

আরও পড়ুন:পরপর ট্রফি জয় হল না, ঝুলিতে এল গোল্ডেন বুট, হারের পর অবশেষে মুখ খুললেন এমবাপে