Sunday, August 24, 2025

এটা কী কোনও ফুটবল ম্যাচ, নাকি বিশ্বযুদ্ধের মঞ্চ! শুরু থেকে শেষপর্যন্ত ভরপুর রোমাঞ্চ, আবেগ, উত্তেজনা একাকার হয়ে ধরা দিয়েছিল। ম্যাচ শেষে পুরো সময়টাকেই অবিশ্বাস্য মনে হচ্ছিল। লিওনেল মেসির বহুকাঙ্খিত বিশ্বকাপ জয়ের মঞ্চের নেপথ্য কারিগর তিনি। তাই চোখের জল সামলাতেই পারলেন না লিওনেল স্কালোনি।

কীভাবে সামলাবেন! আর্জেন্টিনার ইতিহাস গড়া বিশ্বকাপে তাঁর কৃতিত্ব কম নয়। আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে তিনি এখন আরেক বিশ্বকাপজয়ী কোচ। ১৯৭৮ সালে সিজার লুইস মোনোত্তি আর ১৯৮৬–তে কার্লোস বিলার্দোর সঙ্গে তিনি এখন ব্র্যাকেটবন্দি লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী কোচ হিসেবে নিজের কীর্তিটা গড়লেন মহানাটকীয় এক ম্যাচের পর।

বিশ্বজয়ের ঘোরের মধ্যেই স্কালোনি তাঁর দল নিয়ে মুগ্ধ। এই সেই দল, যারা শুরুতেই ধাক্কা খেয়ে ঘুরে দাঁড়ায়। কাতারে বিশ্বকাপের অভিযানের শুরুতেই “পচা শামুকে” পা কাটলেও বিশ্বকাপ জয় থেকে আটকানো যায়নি মেসি-আলভেজ-ডি’মারিয়াদের। ফাইনালে এসে সেটিই আবার প্রমাণিত হয়েছে। স্কালোনির কথায়, “আমি আজকে দলের খেলায় মুগ্ধ। আমরা ধাক্কা খেয়েছি, খেলায় সমতা ফিরেছে দুবার, আমরা আবেগপ্রবণ হয়েছি। এটা ঐতিহাসিক মুহূর্ত। আমি সবাইকে মুহূর্তটা উপভোগ করতে বলব।”

দলের ঘুরে দাঁড়ানোটাই মুগ্ধ করেছে স্কালোনিকে। তাঁর আরও সযোজন, “পুরো খেলাটাই অবিশ্বাস্য। যে খেলাটাকে খুব সহজ মনে হচ্ছিল, যে খেলাটা মনে হচ্ছিল আমাদের নিয়ন্ত্রণে, সেই ম্যাচটাতেই আমরা কী সংগ্রামটাই না করলাম। কিন্তু এই দল কঠিন সময়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি দুর্দান্ত।”

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version