Wednesday, November 5, 2025

বিধানসভায় সাভারকরের ছবি ! কর্নাটকে তুঙ্গে কংগ্রেস-বিজেপি তরজা

Date:

ফের বিনায়ক দামোদর সাভারকারকে  (Vinayak Damodar Savarkar) ঘিরে উত্তাল কর্ণাটক। এবার সেই রাজ্যের বিধানসভায় টাঙানো হল তাঁর বিশাল ছবি। নেপথ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। পালটা বিধানসভার বাইরে সিঁড়িতে জওহরলাল নেহরুর ছবি হাতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন কংগ্রেস নেতারা। সবমিলিয়ে ফের সাভারকর ইস্যুতে উত্তপ্ত কর্ণাটক।

পালটা সুর চড়িয়েছে পদ্মশিবিরও। সাভারকর স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাঁর ছবির পরিবর্তে কি দাউদ ইব্রাহিমের পোস্টার টাঙাতে হবে? সুর চড়িয়ে কংগ্রেসকে আক্রমণ কেন্দ্রয়মন্ত্রী এবং কর্নাটকের BJP-নেতা প্রহ্লাদ যোশীর ( Pralhad Joshi)। কর্নাটকের বিরোধী দলনেতা কংগ্রেসের সিদ্ধারামাইয়া (Siddaramaiah) অবশ্য বলছেন, কোনও বিশেষ ব্যক্তির ছবি টাঙানোয় তাঁদের আপত্তি নেই, তবে তাঁরা চান বিধানসভায় বাবাসাহেব আম্বেদকর, সর্দার প্যাটেলদেরও প্রতিকৃতিও রাখা হোক।

সোমবার থেকে কর্ণাটক বিধানসভায় (Karnataka Assenbly) শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনই বিধানসভার অন্দরে সাভারকরের ছবি টাঙানো ঘিরে উত্তেজনা ছড়ালো। শুধু সাভারকর নয়, এদিন বিধানসভায় মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ড. বি আর আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিও উন্মোচন করেন বোম্মাই। বিধানসভার অন্দরে সাভারকারের ছবি টাঙানো নিয়ে আপত্তি জানায় কংগ্রেস। বিজেপির এই পদক্ষেপের পালটা নেহরুর ছবি হাতে নিয়ে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা সিদ্দারামাইরা, কংগ্রেসের রাজ্য সভাপতি শিবকুমার-সহ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।

এ প্রসঙ্গে এদিন শিবকুমার বলেন, “আমি স্পিকারের কাছ থেকে জানতে পারি, আজ বিধানসভার হলে আম্বেদকরের ছবি উন্মোচন করা হবে। এখানে এসে জানতে পারলাম সাভারকরের ছবিও উন্মোচন করা হবে। এরপরই প্রতিবাদ জানাই। সাভারকরের একজন বিতর্কিত ব্যক্তিত্ব। কর্ণাটক ও ভারতীয় রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। বরং কর্ণাটকের উন্নয়ন, সংস্কারের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের ছবি বিধানসভায় টাঙানো হোক।” কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার দাবি, শীতকালীন অধিবেশনে আমরা যাতে বিক্ষোভ দেখাই তাই এই কৌশল নিয়েছে বিজেপি। কারণ অধিবেশনে দুর্নীতি নিয়ে সরব হতাম আমরা। তাতে চাপে পড়ত বিজেপি। সেই আলোচনা এড়াতেই এই কৌশল নিয়েছে ওরা।”

সাভারকরের প্রতিকৃতি বিতর্কে কংগ্রেসে বিরুদ্ধে পালটা সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং কর্নাটকের BJP-নেতা প্রহ্লাদ জোশী। তাঁর অভিযোগ, “কংগ্রেস তোষণের রাজনীতি করছে। কংগ্রেস স্বাধীনতা সংগ্রামে নিজেদের ভূমিকা এবং আত্মত্যাগের কথা বলে। তবে তখনকার কংগ্রেসের সঙ্গে এখনের কোনও মিল নেই। এরা নকল কংগ্রেস।” আক্রমণের ধার আরও বাড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বলেন,” মতাদর্শের পার্থক্য থাকতে পারে তবে বীর সাভারকর একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সিদ্ধারামাইয়াকে প্রশ্ন করা উচিত, এবার কী দাউদের পোস্টার রাখতে হবে। ”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version