মেসির ট্রফি জয়ে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোলেনা রোকুজো, লিখলেন বিশেষ বার্তা

রবিবার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে লিওনেল মেসিরা। যার ফলে ৩৬ বছরের খরা কাটে নীল-সাদা ব্রিগেডের।

স্বপ্ন সত‍্যি হল। ১৯৮৬ সালের পর ২০২২। বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল আর্জেন্তিনা। মেসির হাত ধরেই তৃতীয়বারের জন‍্য বিশ্বকাপ জয় করল আর্জেন্তাইনরা। আর এই জয়ে উচ্ছসিত আর্জেন্তাইনরা। উচ্ছসিত মেসির স্ত্রী আন্তোলেনা রোকুজো। ট্রফি জয়ের পরই মেসির জন‍্য আবেগে ভাসলেন আন্তোলেনা। লিখলেন, বিশ্ব চ্যাম্পিয়ন। কীভাবে লিখতে শুরু করব বুঝতে পারছি না। মেসি তোমার জন্য আমরা গর্বিত।

আন্তোলেনা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন,” বিশ্ব চ্যাম্পিয়ন। কীভাবে লিখতে শুরু করব বুঝতে পারছি না। মেসি তোমার জন্য আমরা গর্বিত। কখনও হাল ছাড়তে নেই, ধন্যবাদ এটা শেখানোর জন্য। শেষ পর্যন্ত লড়াই করতে হয়। অবশেষে হল। তুমি বিশ্বচ্যাম্পিয়ন। এত বছর ধরে তুমি কী কষ্ট পেয়েছ, সেটা আমি জানি। এটা পাওয়ার জন্য তুমি কী ভীষণ অপেক্ষা করছিলে জানি। এগিয়ে চলো আর্জেন্তিনা।”

রবিবার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে লিওনেল মেসিরা। যার ফলে ৩৬ বছরের খরা কাটে নীল-সাদা ব্রিগেডের।