Sunday, November 9, 2025

কর বাকি কোটি টাকা! তাজমহল বাজেয়াপ্ত করার ‘হঁশিয়ারি’ আগ্রা পুরনিগমের

Date:

কর বাকি শাহজাহানের স্বপ্নের সৌধের! তাজমহলের সৌন্দর্য্য যতই কাব্যিক হোক না কেন, বিষয়টি মোটেই সুখকর নয়। সম্পত্তি এবং জলকর বাবদ বাকি এক কোটি টাকা। তাজমহল (Tajmahal) কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল আগ্রা (Agra) পুরনিগম। বকেয়া বিল ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষের। ১৫ দিনের মধ্যে এই বকেয়া না মেটালে সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুরনিগম।

এই নোটিশ পেয়ে তাজ্জব তাজমহলের দায়িত্বে থাকা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ (ASI)। তাদের দাবি, ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথম কর দেওয়ার জন্য নোটিশ পেল তাজমহল। তবে এটা ভুলবশত পাঠানো হয়েছে বলেই মনে করছে এএসআই। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের এক শীর্ষ আধিকারিক রাজকুমার প্যাটেল জানান, তাজমহল এবং আগ্রা ফোর্টকে বকেয়া মেটানোর জন্য ৩টি নোটিশ পাঠানো হয়েছে। যার পরিমাণ ১ কোটি টাকার বেশি। বলেন, “মনে হয়, ভুল করে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে। কোনও সৌধের ক্ষেত্রে সম্পত্তি কর প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশ-সহ দেশের অন্যান্য রাজ্যের আইনে এ বিষয়ে উল্লিখিত আছে।”

তাহলে কেন জলকর চাওয়া হল? তা নিয়ে ধন্ধে ASI। কারণ বাণিজ্যিক ক্ষেত্রে তারা জল ব্যবহার করে না। সুতরাং তার পরেও এ ধরনের নোটিশ কেন পাঠানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্যাটেল।

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version