“পাঠান” বিতর্ক: এবার শাহরুখকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি অযোধ্যার সাধুর

শাহরুখ খান অভিনীত “পাঠান” ছবি নিয়ে দেশজুড়ে চলছে তুমুল বিতর্ক। বিশেষ করে এই ছবির একটি গানে দীপিকার পাড়ুকোনের পরনে পোশাকের একটি দৃশ্যের জন্য মধ্যপ্রদেশে এই ছবি বয়কটের ডাক দিয়েছেন ওই রাজ্যের পুলিশ মন্ত্রী নরোত্তম মিশ্র। কিছুদিন আগেই ইন্দোরে পোড়ানো হয়েছে শাহরুখের কুশপুত্তুলিকা।

কিন্তু এখানেই শেষ নয়। এবার “পাঠান” ছবি প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ খানকে নিয়ে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করে বসলেন অযোধ্যার এক সাধু। তাঁর দাবি, ভারতে ব্যান করতে হবে শাহরুখের “পাঠান” ছবি। সেই কারণেই আজ, বুধবার পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন অযোধ্যার তপস্বী ছাবনীর সাধুরা। সেখানেই পরমহংস আচার্য নামের এক সাধু বলেন, “আমি শাহরুখ খানকে খুঁজছি। আজকে ওর ছবির পোস্টার পোড়ানো হয়েছে এরপর যেদিন জীবন্ত অবস্থায় পাব সেদিন জ্বালিয়ে দেব। আর যদি এই ছবি মুক্তি পায় তাহলে সিনেমা হল পর্যন্ত জ্বালিয়ে দেব। সনাতন ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করলে প্রতিশোধ নেওয়া হবে।”

তবে শুধুই বিজেপি বা সাধু সন্তরা নন, শাহরুখের পাঠান ছবিকে ঘিরে নিন্দার ঝড় তুলেছেন মুসলিম সংগঠনের অনেকে। কড়া আক্রমণ শানিয়েছেন কংগ্রেস শিবিরের একাংশ। যদিও এইসব বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বলিউডের বাদশা খান। কিছুদিন আগেই কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি সেই ডোন্ট কেয়ার মনোভাবই দেখিয়েছেন।