Friday, August 29, 2025

মিলল না রেহাই। পুজোর পর এবার বড়দিনও (Christmas) জেলেই কাটবে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার (Arrest) হওয়া পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattachatya)-সহ মোট ৭ জনের। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে অভিযুক্তদের আরও ১৪ দিন জেলা হেফাজতের (Jail Custody) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে পার্থ, সুবীরেশদের।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে (CBI SpecialCourt) পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে। সেখানেই ধৃতদের জামিনের আবেদন জানান হয়। তবে এদিন শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী আদালতে লালন শেখ প্রসঙ্গ তুলে আনেন। তিনি জানান, সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রাখছে। তবে সিবিআই এদিন সাফ জানিয়েছে, এই অভিযুক্তরা জামিন পেলে সমাজের ক্ষতি হতে পারে। তাই তাঁদের জেলে আটকে রাখা হচ্ছে। কিন্তু সিবিআই হেফাজতে খুন হতে হয়েছে লালন শেখকে। এরপরই তদন্তের ভয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। সিবিআই-এর তরফে আরও বলা হয়েছে, মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না এটাই স্বাভাবিক।

পাশাপাশি এদিন সিবিআইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলে উষ্মাপ্রকাশ করে সিবিআই। তাঁরা সাফ জানান, আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি। সময় মতো কোর্টকে জানাই। এরপরই দু’পক্ষের যুক্তি শোনার পর ধৃতদের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version