Saturday, January 31, 2026

“আমরা দুজনেই চাই অবিলম্বে যু*দ্ধ শেষ হোক”: হোয়াইট হাউসে মুখোমুখি বাইডেন-জেলেনস্কি

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine Conflict) ৩০০ দিন অতিক্রান্ত। আর এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রথমবার মুখোমুখি হলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Vladimir Zelensy) ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বুধবারই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন তিনি। এরপরই হোয়াইট হাউসে (White House) গিয়ে বাইডেনের সঙ্গে দেখা করেন ইউক্রেন প্রেসিডেন্ট। প্রথম দিকেই লাগাতার হামলা চালাচ্ছিল রাশিয়া, কিন্তু মাঝে কিছুটা ঝাঁঝ কমায় রুশ সেনাবাহিনী। এরপর ইউক্রেনে জাঁকিয়ে শীত পড়ার সঙ্গে সঙ্গে ফের হামলা জোরদার হয়েছে। তবে বর্তমানে এই যুদ্ধের ইতি টানতে চাইছেন দুই দেশের প্রেসিডেন্ট। কিন্তু ইতিমধ্যে বল পুতিনের কোর্টেই ঠেলেছেন জেলেনস্কি, এমনটাই সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে জেলেনস্কির দেখা হওয়ার পর হ্যান্ডশেকের (Handshake) ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সূত্রের খবর, এদিন প্রায় দু’ঘণ্টা ধরে নিজেদের মধ্যে আলোচনা সারেন বাইডেন-জেলেনস্কি।

তবে প্রথমে নিরাপত্তাজনিত কারণে জেলেনস্কির এই সফর বাতিলের আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু পরে আমেরিকার গুপ্তচর বিমানের কড়া নজরদারির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন ইউক্রেন প্রেসিডেন্ট। এরপরই সোজা হোয়াইট হাউসে গিয়ে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর বৈঠকের পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জেলেনস্কি জানান, এই সফরের মাধ্যমে আমেরিকার আঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত হবে। তবে এদিনের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন দু’দেশের প্রেসিডেন্ট। বাইডেন সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা দুজনই চাই অবিলম্বে যুদ্ধ শেষ হোক। এই যুদ্ধ আগেই শেষ হয়ে যেত যদি পুতিনের সম্ভ্রম থাকত এবং তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন।

অন্যদিকে জেলেনস্কি জানান, মার্কিন কংগ্রেস আমায় যেভাবে সবসময় সমর্থন জানিয়েছে তাতে আমি আপ্লুত। পাশাপাশি পাশে থাকার জন্য আমেরিকার সমস্ত বাসিন্দাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

 

 

spot_img

Related articles

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব...

বাংলাকে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর! শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

ভোট এলেই বাংলার পরিযায়ী বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রী...

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...

মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা! SIR-এ স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত যে ১৪০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিএলও মৃত্যুর সংখ্য়াটাও কম নয়। কারো...