Wednesday, November 12, 2025

অশান্তি পাকিয়েও সমবায় নির্বাচনে গো-হারা বিজেপি, নন্দীগ্রামে জমি হারাচ্ছেন শুভেন্দু

Date:

পঞ্চায়েত ভোটের আগে ফের জোর ধাক্কা গেরুয়া শিবিরে। পূর্ব মেদিনীপুর সহ নন্দীগ্রামে (Nandigram) একের পর এক সমবায় নির্বাচনে হেরেই চলেছে বিজেপি (BJP)। এবার নন্দীগ্রাম- ব্লকের ভেটুরিয়া সমবায় নির্বাচনে ফের গো-হারা বিজেপি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)বিধানসভা এলাকায় এবার বিজেপি এক ডজন গোল খেল। ১২টি আসনের সবকটিতে জিতল তৃণমূল (TMC)। আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসক দল, আজ, শুক্রবার বাকি ১১টি আসনের নির্বাচনে সবকটি দখলে এলো ঘাসফুল শিবিরের। এই ভোটেও বাম-রাম জোট করেও ডাহা ফেল শুভেন্দু। ফলে নন্দীগ্রামে শুভেন্দু যে ক্রমশ জমি হারাচ্ছেন, তাঁর পায়ের তলা থেকে মাটি সরছে, সেই ছবি স্পষ্ট।

এদিন সকাল থেকেই কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। নিশ্চিত হার বুঝতে পেরে বাইরে থেকে লোক এনে অশান্তি পাকায় বিজেপি। পাল্টা প্রতিহত করে তৃণমূল। দু’পক্ষের সংঘর্ষে ১০জন গুরুতর জখম হয়েছেন। এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে ভেটুরিয়া সমবায় নির্বাচনে শুভেন্দুর নির্দেশে
এত কিছুর পরও ভোটে জিততে পারেনি বিজেপি। ১২টি আসনেই জিতে সমবায় সমিতির দখল নিয়েছে তৃণমূল।

এমন ফলাফলের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ওই জায়গাটায় একটা সময় কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু ভোট, বিজেপি পেয়েছিল। শুভেন্দু মিথ্যাচার করেছে। বিভাজনের রাজনীতি করেছে। কিন্তু এখন বুঝতে ক্রমশ বিজেপির পাশ থেকে সরে যাচ্ছেন মানুষ। শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি সরছে। একটা সমবায় সমিতি, সেখানে তো ভোটের জন্য বিজেপি, সিপিএম, সবাই হাত মিলিয়ে আছে। কাল রাত থেকে ওরা বাইরের থেকে ছেলে প্রবেশ করায়, এবং ওই জায়গায় অশান্ত, মারধর, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। মানুষ তার মোক্ষম জবাব দিয়েছে। ফল যা হওয়ার তাই হয়েছে।

 

Related articles

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...
Exit mobile version