Sunday, November 9, 2025

মেরামতির জন্য একমাসের বেশী সময় ধরে আংশিক বন্ধ ছিল সাঁতরাগাছি ব্রিজ।এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। তবে বড়দিনের আগে জনসাধারণকে বড় উপহার দিল প্রশাসন। শুক্রবার ভোর ৫টা থেকে পুরোপুরি খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু। ফলে কলকাতা ঢোকা এবং বেরনো—দু’দিকেই স্বাভাবিক যান চলাচল দেখা গেল শুক্র সকালে।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বড়দিনের আগেই খুলতে চলছে সাঁতরাগাছি ব্রিজ

সেতুর ওপর ২১টি এক্সপ্যানশান জয়েন্ট গার্ডার পরিবর্তনের জন্য গত ১৯ নভেম্বর থেকে এক মাস ধরে সেতু মেরামতের কাজ চলার জন্য সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয় পণ্যবাহী গাড়ি চলাচলও। ঠিক ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতু মেরামতির কাজ চলবে।  কিন্তু সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করায় সমস্যায় পড়ছিলেন বহু মানুষ। যানজটও হচ্ছিল। শীতের মরশুমে কলকাতা ও লাগোয়া এলাকার বহু মানুষ দিঘা বা ওইসব এলাকায় সড়ক পথে যাবার সময় সাঁতরাগাছি সেতুর ওপর যাওয়া আসা করেন। তাঁরাও যাতায়াত করতে অসুবিধায় পড়ছিলেন। এইসব সমস্যার দ্রুত সমাধানে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করে রাজ্য সরকার। শুক্রবার ভোর থেকে সেতুর পথ ধরে ফের পণ্যবাহী যান চলাচল শুরু হয়েছে।

পূর্ত দফতরের আধিকারিকরা দিনরাত এক করে কাজের তদারকি করতে শুরু করেন। স্থির হয় বড়দিনের আগেই সেতু খুলে দেওয়া হবে। রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা না দেখে রাতে শেষ ঢালাইয়ের কাজ করেন পূর্ত দফতরের কর্মী ও অফিসারেরা। ওইদিন ঢালাই না হলে শুক্রবার সেতু চালু করা সম্ভব হত না বলে পূর্ত দফতরের আধিকারিকরা মনে করছেন। জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় একাধিকবার সেতু মেরামতির কাজের অগ্রগতি খতিয়ে দেখে আসেন। অবশেষে বৃহস্পতিবার পুরো কাজ শেষ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী জানান ‘পূর্ত দফতরের কাজ থেকে ছাড়পত্র পাওয়া গেছে। শুক্রবার ভোর থেকেই সাঁতরাগাছি সেতু দিয়ে যান চলাচল শুরু হয়ে যাবে।’

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version