Thursday, November 13, 2025

Ranaghat: হিন্দুত্বে শান, ২৫ ডিসেম্বর সনাতনীদের ‘মন কি বাত’ শোনার বার্তা শুভেন্দুর

Date:

হিন্দি বলয়ের উগ্র হিন্দুত্বকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। রানাঘাটে(Ranaghat) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) পাল্টা সভায় হিন্দুত্বের পাঠ দিয়ে শুভেন্দু বাতলে দিলেন কীভাবে সনাতনীরা বড়দিন ও ১ জানুয়ারি পালন করবেন।

মতুয়া ভোটকে পাখির চোখ করে শুক্রবার রানাঘাটে সভা করেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে এখানে সভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল তারই পাল্টা সভা। এই সভা থেকেই সনাতনীদের হিন্দুত্বের পাঠ দেন শুভেন্দু অধিকারী। সভার শেষের দিকে জনগণের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, ‘২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি কীভাবে উদযাপন করবেন?’ এরপর এই দুই উৎসব উদযাপনের মন্ত্র বাতলে বিরোধী দলনেতা বলেন, “২৫ তারিখ বড়দিন। তা পরে পালন হবে। আগে সকাল বেলা তুলসী পুজো হবে। ওই দিন তুলসী পূজন দিবস। তার পর ১১টায় মন কি বাত। তা ছাড়া অটলবিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে সেদিন সুশাসন দিবস হিসাবে পালিত হবে।” এরপরেই শুভেন্দু একলাফে পৌঁছে যান ১ জানুয়ারি। বলেন, ‘পয়লা জানুয়ারি? আমরা ইংরাজি নববর্ষ পরে পালন করব। আমরা প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব পালন করব। তাই তো? চুক্তি হয়ে গেল? সত্য সনাতন ধর্মের জয়।’

উল্লেখ্য, রানাঘাট উদ্বাস্তু অধ্যুষিত মতুয়া গড় বলেই পরিচিত। গত লোকসভা রানাঘাটে পদ্ম ফুটেছিল। তবে, বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জোড়-ফুল ফটে। এদিকে মুখে সিএএ কার্যক হবে বলে দাবি করলেও বাস্তবে তার কোনও প্রতিফলন নেই। ফলে আর ঝুঁকি নিয়ে রাজি নন বিজেপি নেতারা। সামনেই পঞ্চায়েত ভোট। ২৪য়ে লোকসভা। সেই সভা থেকে হিন্দুত্বের লাইনেই হাঁটলেন শুভেন্দু অধিকারী।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version