Friday, November 14, 2025

আজ ছিল আইপিএল-এর মিনি নিলাম। ২০২৩ আইপিএল-এর জন‍্য দল গুছিয়ে নিল প্রত‍্যেকটি ফ্রাঞ্চাইজি দল। একনজরে দেখে নেওয়া যাক কাকে কাকে নিল কলকাতা নাইট রাইডার্স।

হাতে মাত্র সাত কোটির সামান্য কিছু অর্থ থাকলেও তা দিয়ে দলের ফাঁকফোকর ভরানোর আপ্রাণ চেষ্টা করল কলকাতা নাইট রাইডার্স। দলে একজন ওপেনার দরকার ছিল। নিলামে শেষ বেলায় বাংলাদেশের লিটন দাসকে তুলে চমক দিল কেকেআর। ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই তাঁকে দলে নিল দু’বারের আইপিএল জয়ীরা। অবিক্রিত থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকেও ফিরিয়ে নিল কেকেআর। দেড় কোটি টাকায় শাকিবকে নিল নাইটরা।

এবারের বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়া তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটসম্যান নারায়ণ জগদীশনকে নিলাম থেকে ৯০ লক্ষ টাকায় তুলে নিয়েছে কেকেআর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে খেলা পেসার-অলরাউন্ডার ডেভিড ওয়াইসকে দলে নিল নাইটরা। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে সফল দুই ভারতীয় পেসার কুলবন্ত খেজরোলিয়া এবং বৈভব অরোরাকে অল্প টাকাতেই দলে নিয়েছে নাইট ম্যানেজমেন্ট। এছাড়াও ১৯ বছরের তরুণ অলরাউন্ডার সুয়াশ শর্মাকে নিয়েছে তারা।

এদিকে বাংলা থেকে আজকের নিলামে ভাগ‍্য খুলল মুকেশ কুমারের। ২০২২ সালটা ভুলতে পারবেন না বাংলার মুকেশ কুমার। এই বছরই ভারতীয় দলে প্রথম ডাক পান। আর এবারই বাংলার পেসারকে নিয়ে নিলাম টেবলে জোর লড়াই চলল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। শেষ পর্যন্ত মুকেশকে কিনে নিল দিল্লি। তাঁর দাম উঠল ৫ কোটি ৫০ লক্ষ টাকা। মুকেশ অবাক নিলামে বিরাট দাম পেয়ে।

এদিন ফোনে মুকেশ বলেন, ‘‘অসাধারণ অনুভূতি হচ্ছে। নিজের পরিশ্রমের ফল পাচ্ছি। প্রচুর  অভিনন্দন, শুভেচ্ছাবার্তা পাচ্ছি, ব্যস্ততাও রয়েছে। খুব ভাল লাগছে। চেষ্টা করব আইপিএলেও নিজের সেরাটা দিতে।’’ মুকেশ দল পেলেও অভিমন্যু ঈশ্বরণরা দল পেলেন না।

আরও পড়ুন:প্রথম ইনিংসে এগিয়ে ভারত, শতরান হাতছাড়া ঋষভ এবং শ্রেয়সের

 

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version