Friday, August 22, 2025

চিনে কোভিড পরিস্থিতি বেসামাল!রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

চিনে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী একটি সংস্থা। চিনের এই উদ্বেগজনক পরিস্থিতির আঁচ যাতে কোনওভাবে ভারতে না পড়ে তাই আগেভাগে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুক্রবার দুপুর তিনটে থেকে শুরু হবে বৈঠক।

আরও পড়ুন:চিন জুড়ে করোনা ভাইরাসের নতুন উপরূপের সংক্রমণ, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জানা গিয়েছে, করোনা পরিস্থিতি নিয়েই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রকের এই বৈঠকে সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুর তিনটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই এই বৈঠক হবে। পশ্চিমবঙ্গের তরফে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

চিন, জাপান, আমেরিকা সহ একাধিক দেশে করোনা সংক্রমণ বাড়তেই বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বুধবার তিনি স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা বিধিনিষেধ জোরদার করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। আজ ফের বৈঠক স্বাস্থ্য মন্ত্রকের। আজ সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version