Thursday, November 6, 2025

“আমরা চাই যু*দ্ধের অবসান ঘটাতে”: জেলেনস্কির আমেরিকা সফরের মধ্যেই বার্তা পুতিনের

Date:

Share post:

খুব শীঘ্রই রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধ শেষ হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার এমনই মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। পুতিন বলেন, যুদ্ধের তীব্রতা বাড়ানো আমাদের লক্ষ্য নয়, আমরা চাই যুদ্ধের অবসান ঘটাতে। আমরা এই যুদ্ধ শেষ করার জন্য যত দ্রুত সক্রিয় হব ততই দু’দেশের পক্ষে ভালো।

সম্প্রতি মার্কিন সফরে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Vladimir Zelensky) জানান, তিনি রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত শেষ করতে কোনরকম চুক্তি করবেন না। আমরা কোনওভাবেই মাথানত করতে রাজি নই। তিনি বলেন, রুশ হামলা মোকাবিলায় মার্কিন সাহায্যের দিকে আমাদের নজর রয়েছে। জেলেনস্কি মার্কিন পার্লামেন্টকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠকে তিনি একটি ১০ দফা শান্তি সূত্রের প্রস্তাব করেছেন। অন্যদিকে, ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আমরা পশ্চিম-সমর্থিত ইউক্রেনে আমাদের সামরিক সক্ষমতা আরও বাড়াব। পুতিন তাঁর দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বলেন, সশস্ত্র বাহিনী এবং আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন আমরা এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাব।

 

পুতিন আরও জানান, আমাদের লক্ষ্য সশস্ত্র বাহিনীর গুণগত পুনর্নবীকরণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার সম্পূর্ণ পরিসর বাস্তবায়ন করা। তবে ইউক্রেন যুদ্ধের জন্য শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি পুতিনকেই কাঠগড়ায় তুলেছেন। কংগ্রেসে জেলেনস্কির বক্তৃতার আগে হোয়াইট হাউসে মুখোমুখি হয়েছিলেন দুই শীর্ষ নেতা। সেখানে বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সমর্থন থাকবে ইউক্রেনের সঙ্গেই।

 

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...