Friday, August 29, 2025

বড়দিনের প্রাক্কালে দুর্ভোগ, শিয়ালদহ মেইন শাখায় আজ ও কাল ৩৪ লোকাল ট্রেন বাতিল

Date:

আগামীকাল বড়দিন। তার আগে শিয়ালদহ(Sealdah) মেইন শাখার যাত্রীদের জন্য কিছুটা দুর্ভোগের বার্তা দিল রেল(Indian railway)। জানানো হয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ১০ ঘন্টা নৈহাটি-হালিশহর আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। মূলত মেরামতি কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। যার জেরে বাতিল থাকবে ৩৪টি লোকাল ট্রেন(local train)। ফলস্বরূপ দুর্ভোগে পড়তে চলেছেন বহুযাত্রী।

রেলের তরফে জানা গিয়েছে, শনিবার রাতে বাতিল থাকা লোকালগুলি হল – শিলায়দহ-কৃষ্ণনগর (আপ ৩১৮৪৩/ ডাউন ৩১৮৩৮), শিয়ালদহ-গেদে (আপ ৩১৯২৯/ ডাউন ৩১৯২৮), শিয়ালদহ-শান্তিপুর (আপ ৩১৫৩৯, ৩১৫৪১/ ডাউন ৩১৫৩৮, ৩১৫৪০), শিয়ালদহ-রানাঘাট (আপ ৩১৬২৯, ৩১৬৩১/ ডাউন ৩ ১৬৩৪, ৩১৬৩৬) কল্যাণী সীমান্ত-নৈহাটি (আপ ৩১১৯১)। বড়দিনের সকালে বাতিল লোকালগুলি হল – শিয়ালদহ-কৃষ্ণনগর (আপ ৩১৮১১, ৩১৮১৫/ ডাউন ৩১৮১২, ৩১৮১৬), শিয়ালদহ-শান্তিপুর (আপ ৩১৫১১, ৩১৫১৩/ ডাউন ৩১৫১২, ৩১৫১৬), শিয়ালদহ-রানাঘাট (৩১৬১১, ৩১৬১৫/ ডাউন ৩১৬১৪, ৩১৬১৬), শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫/ ডাউন ৩১৩১৪, ৩১৩১৬. ৩১৩১৮), নৈহাটি-কল্যাণী সীমান্ত (আপ ৩১১৯১)। পাশাপাশি আজ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (৩১৩৪১) লোকাল নৈহাটিতেই যাত্রা শেষ করবে। অর্থাৎ কল্যাণী সীমান্ত পর্যন্ত ট্রেনটি যাবে না। আগামী কাল, রবিবার ৩১৩১২ ডাউন ট্রেনটি কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (৩১৩১৭) লোকাল নৈহাটি পর্যন্ত যাবে। ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল নৈহাটি থেকে ছাড়বে। একই দিনে বারাসত সেকশনে পুরনো একটি ফুট ওভার ব্রিজ ভেঙে ফেলার কাজ হবে। সেজন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই শাখায় বিদ্যুৎসংযোগ বন্ধ থাকবে। যার জেরে বড়দিনে বাতিল করা হবে বারাসত-হাসনাবাদ (আপ ৩৩৩১৩/ ডাউন ৩৩৩১২) এবং বারাসত-বনগাঁ (আপ ৩৩৩৬১/ ডাউন ৩৩৩৬২)।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version