Thursday, August 21, 2025

ফের বিএসএফের গুলিতে গ্রামবাসীর মৃ*ত্যুর অভিযোগ! তীব্র নিন্দা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

Date:

ফের বিএসএফের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর অভিযোগ। শনিবার ভোরে দিনাহাটার (Dinhata) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্ধায় ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রেম বর্মণ (Prem Barman)। বিএসএফের অভিযোগ, গরু পাচারের সময় ওই ব্যক্তির সঙ্গে বিএসএফের ঝামেলা বাধে। বিএসএফের উপর হামলা চালালে BSF পাল্টা গুলি চালায়। তখনই তাঁর মৃত্যু হয়। যদিও গরু পাচারের অভিযোগটি অস্বীকার করেছে পরিবার। তাদের দাবি, প্রেম বর্মণ চোরাচালানকারীর সঙ্গে যুক্ত নন। তিনি বেঙ্গালুরুতে কাজ করতেন বলে। সেখান থেকে ১০-১২ দিন হয় বাড়ি এসেছিলেন। দিনমজুরি করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, দেহটি দেখতে পর্যন্ত দেয়নি বিএসএফ।

মৃতের বাবা শিবেন বর্মন বলেন- “আমার ছেলে তামাক ক্ষেত দেখতে গিয়েছিল। সেই সময় বিএসএফ গুলি করে মেরেছে।” ছেলেকে এভাবে যারা মেরেছে তাদের কঠোরতম শাস্তি চেয়েছেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

এই মর্মান্তিক ঘটনায় বিএসএফের বিরুদ্ধে নিন্দায় সরব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি বলেন, “সাধারণ মানুষকে গুলি করে মারা বিএসএফের এটা অভ্যাসে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে তার গায়ে গরু পাচারকারী বলে তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। একটা ছেলে সে ভিন রাজ্য থেকে কয়েকদিন আগে ফিরেছে। আজকে সে জমিতে কাজ করতে গেছে। তাঁকে গুলি করে হত্যা করা হল।” যদি প্রেম গরু পাচার করতে গিয়েই থাকে, তাহলে বিএসএফ তাঁকে গ্রেফতার না করে গুলি করল কেন? বিএসএফের কি এভাবে গুলি করার এক্তিয়ার আছে? প্রশ্ন তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত বিএসএফের সম্বন্ধে চিন্তা ভাবনা করে তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। না হলে সীমান্তবর্তী এলাকার মানুষ অশান্ত হয়ে উঠবেন বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version