Friday, November 28, 2025

মমতাকে “প্রাক্তন মুখ্যমন্ত্রী” করতে গেলে শুভেন্দু মমি হয়ে যাবে, হুঁশিয়ারি মদনের

Date:

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় মিটিং করে শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তিনি মুখ্যমন্ত্রী থেকে ”প্রাক্তন মুখ্যমন্ত্রী” করবেন। তাঁরই পাল্টা দিয়ে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে গেলে শুভেন্দু অধিকারী নিজেই মমি হয়ে যাবে।” একইসঙ্গে কামারহাটির বিধায়ক (Kamarhati) শুভেন্দুকে পরামর্শ দিয়েছেন মানসিক চিকিৎসা করানোর জন্য। তাঁর কথায়, “প্রয়োজন হলে শুভেন্দু অধিকারীর প্রেসার মেপে দেব। তাঁর মানসিক চিকিৎসার প্রয়োজন। তিনি চিকিৎসা করাতে চাইলে আমি তাঁকে সাহায্য করব।”

রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, “বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। এখন তিনি কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী। এবার তাঁকে প্রাক্তন করে দেব।” পাল্টা দিয়ে মদন মিত্র বলেন, “আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যত এই ধরনের কথা বলছেন ততই অসুবিধায় পড়ছেন। মমতাকে প্রাক্তন করতে গেলে উনি নিজেই মমি হয়ে যাবেন।”

মদন মিত্রের (Madan Mitra) আরও সংযোজন, “কবে পঞ্চায়েত নির্বাচন হবে জানি না। কিন্তু তার আগেই আমাদের মেডিক্যাল ক্যাম্প তৈরি হয়ে গিয়েছে। সেখানে ব্যান্ডেজও থাকবে। কারণ যেভাবে বিজেপি নোংরামি করছে , অসভ্যতা করছে, যেভাবে শুভেন্দু নোংরা অকথ্য ভাষায় কথা বলছে , তাতে মানুষ যেকোনও সময় আক্রান্ত হতে পারে। তাই আমরা আগে থেকেই ডাক্তারের ব্যবস্থা রাখছি। পঞ্চায়েতে ব্যান্ডেজ খুব কাজে লাগবে।”

এবার পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দুর বিধানসভা এলাকা নন্দীগ্রামেও যেতে চাইছেন মদন মিত্র। বর্ষীয়ান এই তৃণমূল নেতা বলেন, “পঞ্চায়েতে আমাকে যেখানে পাঠানো হবে যাব। আমি নন্দীগ্রামে যেতে চাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে লড়াইয়ের সময়ে সিরাজ জানতেন না যে তাঁর ৫০ হাজার সেনা দাঁড়িয়ে থাকবে। নন্দীগ্রামেও যে এই রকম নোংরামি হবে তা আগে জানতাম না। এখন জেনেছি। সেখানে গিয়ে জানতে চাই, নন্দীগ্রামের মানুষ কী সত্যিই মমতাকে হারিয়েছিলেন?”

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের দলের তরফে বিশেষ দায়িত্ব নেওয়ার পরে সেখানে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ভাল কাজ করছেন বলেও মন্তব্য করেন মদন মিত্র।

 

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...
Exit mobile version