Wednesday, August 20, 2025

Uttarpradesh : সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কের ভল্ট কেটে ২ কেজি সোনা পাচার !

Date:

এ যেন সিনেমা এসে বাস্তবে ধরা দিল। প্রায় ১০ ফুটের সুড়ঙ্গ খুঁড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (State-owned banks)লকার ভেঙে টাকা সোনা লুট করার মতো দুঃসাহসিক ঘটনা যোগী রাজ্যে (Yogi State)। ফের বিজেপি (BJP)শাসিত রাজ্যে পুলিশের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ মিলল। যে সুড়ঙ্গটি করা হয়েছিল তা ছিল ৪ ফুট চওড়া। ব্যাঙ্কের পিছনের দিকে একটি ফাঁকা জায়গা ছিল। পরিকল্পনা করে সেখান থেকেই সুড়ঙ্গটি এমন ভাবে খোঁড়া হয়েছিল যাতে সাধারণ মানুষের চোখে চট করে ধরা না পড়ে। অবাক হয়েছেন পুলিশের দুঁদে অফিসাররাও। উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur, Uttarpradesh)ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

স্পেনের সেন্ট্রাল ব্যাঙ্কের ভল্ট ভেঙে কয়েকশো কোটি টাকার সোনা চুরির সেই ঘটনা মনে আছে, মানে সিনে পর্দায় যা পরিচিত ‘মানি হাইস্ট’ নামে। এবার সেই কাহিনী বাস্তবে উঠে এল। ২০২২ সালে এইভাবে ডাকাতি হতে পারে বিশ্বাস করতে পারছেন না কেউই। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ডাকাতরা প্রথমে অ্যালার্ম ব্যবস্থাকে অকেজো করে স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেন। তার পর ভল্ট কেটে প্রায় ২ কেজি সোনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান গোটা বিষয়টা রেইকি করে তারপর প্ল্যান করা হয়েছিল। তবে যেভাবে ১০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে সোজা ভল্টে পৌঁছে যায় ডাকাতদল, তাতে পরিষ্কার যে ব্যাঙ্কের ভেতরের কোনও কর্মীর এতে সক্রিয় মদত ছিল। টাকার ভল্ট অবশ্য ভাঙতে পারেন নি দুষ্কৃতীরা বলেই ব্যাঙ্ক সূত্রে খবর। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version