Friday, November 7, 2025

রাজ্যের কোভিড পরিস্থিতির উপর কড়া নজর স্বাস্থ্য ভবনের, সোমবার বৈঠক

Date:

রাজ্যে কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে সতর্ক রাজ্য প্রশাসন। গোটা বিশ্বেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবারই জেলা স্বাস্থ্য কর্তাদের নিয়ে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য ভবন (Covid- WB Health Department)।

এ রাজ্যের (Covid- WB Health Department) কোভিড পরিস্থিতি আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে। কিন্তু তবুও কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য প্রশাসন। এই আবহে জেলাগুলির স্বাস্থ্য পরিকাঠামো কী অবস্থায় আছে, আর কী কী লাগবে তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। সংক্রমণ বাড়লে তা সামাল দিতে কতটা প্রস্তুত জেলার হাসপাতালগুলি তাও আরও একবার খুঁটিয়ে দেখে নিতে চায় স্বাস্থ্য ভবন। হাসাপাতাল গুলিতে অক্সিজেনের জোগান পর্যাপ্ত আছে কিনা, পিপিই কিট আছে কিনা, কোথায় কত কোভিড বেড আছে তাও খতিয়ে দেখা হবে। ২৪ ঘন্টা আগেই বিশ্বজুড়ে উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে রাজ্যগুলিতে অ্যাডভাইসরি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে অক্সিজেন জোগানের ওপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বড়দিনের আনন্দে মাতল হুগলি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অক্সিজেনের জোগান ঠিক রাখতে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। শনিবার কেন্দ্রের সেই নির্দেশিকা পাওয়ার পর রাজ্য সরকারের অবশ্য জানিয়ে দিয়েছে সব জায়গায় অক্সিজেনের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, “আমাদের অক্সিজেনের ব্যবস্থা ঠিকঠাকই রয়েছে। মকড্রিল করে তা দেখে নেওয়া হবে। সব রকমের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। সরকারি স্তরে ৩২ হাজার ২৬৮টি কোভিড বেডের মধ্যে প্রায় ৩০ হাজার বেডকে অক্সিজেনযুক্ত বেডে পরিণত করা হয়েছে।” পাশাপাশি করোনা চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছেন স্বাস্থ্যকর্তারাও।

Related articles

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...
Exit mobile version