Tuesday, November 4, 2025

কলকাতায় কোভিড পজিটিভ বিদেশ ফেরত মহিলা, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি

Date:

কলকাতায় করোনা আক্রান্ত বিদেশ ফেরত মহিলার খোঁজ মিলল। সোমবার কলকাতা বিমানবন্দরে করোনা টেস্টের সময়ে ওই মহিলার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বিট্রিশ-অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি।সেই কারণে কলকাতা বিমানবন্দরে এসেছিলেন। তখন কোভিড টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত ওই মহিলাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে ওই মহিলা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত, তা এখনও স্পষ্ট নয়। শারীরিক পরীক্ষার পরে রিপোর্ট আসলেই তা জানা যাবে। তাঁর কী কী উপসর্গ রয়েছে, তা এখনও জানা যায়নি।তাঁর আরটিপিসিআর টেস্ট হবে। আপাতত ঠিক হয়েছে হাসপাতালের একটি আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রাখা হবে।

এদিকে, বিহারেও বিদেশ ফেরত ৪ জনের শরীরের মিলেছে করোনা ভাইরাস। গয়া বিমানবন্দরে টেস্ট করার পর তাদের শরীরে করোনা ধরা পড়ে। ৪ জনই বিদেশি নাগরিক। সবাই এসেছিলেন ব্যাঙ্কক থেকে। তাদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। এরা ইংল্যান্ড, মায়ানমারের নাগরিক। অন্যদিকে, বেঙ্গালুরুতে বিদেশ ফেরত ১২ জনের দেহে মিলেছে করোন। এদের একজন চিন থেকে ফিরেছেন।

চিনের করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকারও একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। ভারতে এখনও বিএফ ৭ আক্রান্ত বেশ কয়েকজনের সন্ধান মিলেছে। কিন্তু চিনের মতো এখনও সংক্রামক হয়নি এই ভাইরাস। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার প্রত্যেককে মাস্ক পরতে নির্দেশ দিয়েছে। এমনকী দেশের প্রত্যেকটি বিমানবন্দরে করোনা টেস্টও চালু করেছে।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যকে সতর্ক থাকতে বলেছিল। এর পাশাপাশি অক্সিজেন সরবরাহ নিশ্চিত রাখতে বলেছিল। তার ঠিক কয়েকদিনের মধ্যেই কলকাতায় কোভিড পজিটিভ হলেন বিদেশ ফেরত এক মহিলা।

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version