নন্দনে শো পায়নি দেব (Dev) ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছবি ‘প্রজাপতি’ (Projapoti)। তা নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। সুর চড়িয়েছেন দুই দলেরই রাজনৈতিক নেতারা।বলা যেতে পারে শীতের মরসুমে উত্তাপ বাড়াচ্ছে ‘প্রজাপতি- রাজনীতি’।গত রবিবারই বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।যদিও সোমবার সিনেমার প্রযোজক তথা অভিনেতা তৃণমূল সাংসদ দেব বিষয়টি নিয়ে সৌজন্যের রাজনীতির পরিচয় দিয়েছেন। কিন্তু তাঁর দলের অন্য নেতারা বাঁকা কথা বলতে ছাড়ছেন না।
সোমবার এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য, বির্তক তৈরি করে অনেক সময় এই সিনেমাগুলিকে প্রচারে আনা হয়। তাঁর বক্তব্য, “মিঠুন চক্রবর্তী এতটাই ফ্লপ অভিনয় করেছেন যে, দেবকে বলতে হচ্ছে। দেব বুঝতে পারেননি মিঠুন দা ডুবিয়ে দেবে। তাই এসব করে প্রচারের আলোয় আনতে হচ্ছে। মিঠুনকে সিনেমায় নেওয়া দেবের আত্মঘাতী সিদ্ধান্ত। টনিকে পরান বন্দ্যোপাধ্যায় অভিনয় মিঠুনকে দশ গোল দেবে।”