তাঁর গানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। প্রিয় তারকার কলকাতায় কনসার্টের (Kolkata Concert)খবর জানার পর থেকেই টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু এবার তাঁদের জন্য বড় দুঃসংবাদ। আদৌ কনসার্ট হবে কিনা এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার ইকোপার্কে (Eco Park)অরিজিতের গানের অনুষ্ঠান (Arijit Singh Concert) হওয়ার কথা থাকলেও আপাতত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । হিডকোর (HIDCO) তরফে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের (Arijit Singh)গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫ লক্ষ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দিয়ে দেওয়ায় জল্পনা বাড়ছে, তাহলে কি ইকোপার্কে বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান?