Friday, August 29, 2025

প্রাথমিকের টেটের ইন্টারভিউ শুরু, স্বচ্ছতার স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের

Date:

শুরু হল প্রাথমিকের টেটের প্রথম দফার ইন্টারভিউ। মঙ্গলবার সকাল ১০টা থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ শুরু হয়। আজ ২০০ জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। স্বচ্ছতার স্বার্থে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।

আরও পড়ুন:কোভিডবিধি মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ, নির্দেশিকা জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

এ দিন ইন্টারভিউ দিতে পর্ষদের সামনে ভিড় করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের একে একে রোল নম্বর এবং নাম ধরে ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। বর্তমানে নতুন করে করোনা আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। সেই পরিস্থিতিতে, মাস্ক পরে ভিতরে যেতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে পর্ষদের অফিস থেকেও। কোভিড বিধি বজায় রেখেই সুষ্ঠুভাবে হচ্ছে ইন্টারভিউ।

ইন্টারভিউ নেওয়ার ঘরে রয়েছে একটা হোয়াইট বোর্ড ও মার্কার। সেখানে পরীক্ষার্থীকে অ্যাপ্টিটিউট টেস্টও নেওয়া হতে পারে। সুষ্ঠ পদ্ধতিতে ইন্টারভিউ দিতে পেরে আশাবাদী চাকরিপ্রার্থীদের অনেকে। তাঁদের দীর্ঘ দিনের অপেক্ষা, আশা-আকাঙ্খা পূরণ হতে পারে বলে নতুন করে বল পাচ্ছেন অনেকেই।

এদিন ইন্টারভিউ দিতে এসেছেন ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। পর্ষদের অফিসে পাঁচটি প্যানেল রয়েছে। সেখানেই ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের। কলকাতায় চাকরির জন্য যাঁরা আবেদন করেছিলেন, আজ তাঁদেরই ইন্টারভিউ হচ্ছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আজ অনলাইন এবং অফলাইন, দুই প্রক্রিয়ার মাধ্যমেই ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের নম্বরপ্রদান হবে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version