Sunday, August 24, 2025

বড়দিনে বান্ধবী জর্জিনার কাছ থেকে বিশেষ উপহার পেলেন রোনাল্ডো

Date:

Share post:

বড়দিনে বান্ধবী জর্জিনা রড্রিগেজের কাছ থেকে বড় উপহার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর কাছে সান্তা হয়ে এলেন জর্জিনা। বড়দিনে রোনাল্ডোকে একটি রোলস র‍য়‍্যালস গাড়ি উপহার দিলেন তিনি। যেই উপহার পেয়ে আপ্লুত সিআরসেভেন। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন জর্জিনা। সেখানেই দেখা যায় বড়দিনে রোনাল্ডোকে রোলস রয়‍্যালস উপহার দেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন জর্জিনা। সেই পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে রোনাল্ডো বাড়িতে ঢোকার ঠিক আগেই দেখেন জর্জিনার দেওয়া রোলাস রয়েস গাড়িটি। রোনাল্ডো অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই গাড়ির দিকে। বিস্ময় কাটতেই রোনাল্ডো এবং বাকি সদস্যরা গিয়ে ওঠেন সেই গাড়িটিতে। একই সঙ্গে বাচ্চাদের নতুন খেলনা উপহার দেন জর্জিনা। জর্জিনা সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ”এ ম্যাজিক ক্রিস্টমাস নাইট। আমি ওদের ভালবাসি। ধন্যবাদ স্যান্টা।”

বান্ধবীর কাছ থেকে এই উপহার পেয়ে রোনাল্ডো তার ইনস্টা স্টোরিতে লেখেন,”আমার ভালবাসা, তোমায় অনেক ধন্যবাদ।” স্বাভাবিক ভাবেই বিশ্বকাপে হারের পর ভেঙে পড়েছিলেন রোনাল্ডো। এটাই ছিল তাঁর শেষ বিশ্বকাপ।

তবে চলতি বছর একেবারেই ভালো যাচ্ছে না রোনাল্ডোর। এপ্রিলে যমজ সন্তান হয় রোনাল্ডো ও জর্জিনার। একটি পুত্র এবং কন‍্যা জন্মদেন জর্জিনা। তবে জন্মের পরই মারা যায় তাদের পুত্র সন্তান। এরপর থেকেই একের পর এক ধাক্কা সহ্য করতে হচ্ছে পর্তুগিজ তারকাকে। মরশুমের মাঝেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাঁর। এছাড়াও  বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর, স্পেন ও দুবাইতে গিয়ে অনুশীলন সারেন রোনাল্ডো। নতুন কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে সরকারি ঘোষণা হয়নি। শোনা গিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে পারেন তিনি। যদিও সরকারি ঘোষণা এখনও হয়নি।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...