যুদ্ধ থামাতে ভারতের সাহায্য চেয়ে মোদিকে ফোন জেলেনস্কির, শান্তির বার্তা প্রধানমন্ত্রীর

যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) ফোন করলেন ভলোদিমির জেলেনস্কি। এই ফোনালাপে প্রধানমন্ত্রী(Prime Minister) জানিয়ে দিয়েছেন ভারত(India) শান্তির পক্ষে। জেলেনস্কিও এদিন মোদিকে জি-২০ সভাপতিত্বের শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেছেন।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ফোন করেন জেলেনস্কি। ভারতের কাছে সাহায্য প্রার্থনা করুন যুদ্ধ থামানোর জন্য। পাশাপাশি জি-টোয়েন্টি সভাপতিত্বের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তাও দেন তিনি। এদিন টুইট করে জেলেনস্কি লেখেন, “আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনে কথা হয়। তাঁকে জি-২০র সভাপতিত্বের জন্য শুভেচ্ছা বার্তা জানাই। এই প্ল্যাটফর্ম থেকে আমি শান্তির উপায়ের ঘোষণা করছি, আর আমি ভারতের দিকে তাকিয়ে রয়েছি এটি বাস্তবায়িত করার ক্ষেত্রে ভারতের অংশ নেওয়ার দিকে। আমি রাষ্ট্রসংঘকে তাদের সমর্থন ও মানবিক সাহায্যের জন্য ধন্যবাদ জানাই”।

উল্লেখ্য কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিজ্ঞা ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আবেদন জানিয়েছিলেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর। সেপ্টেম্বর মাসে দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠকেও একই বার্তা দেওয়া হয়েছিল ভারতের তরফে। এখানে পরিস্থিতির মাঝে এবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।