Sunday, November 9, 2025

গবাদি পশুকে ধাক্কা দিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। বন্দে ভারতের ধাক্কায় প্রাণ গেল এক বছর তিনেকের শিশুর। পাঞ্জাবের (Punjab) রোপার এলাকার কিরাতপুর সাহিবের কাছে ঘটে দুর্ঘটনা। উনা (Una) থেকে নয়াদিল্লি (New Delhi) আসছিল বন্দে ভারত এক্সপ্রেসটি। দুর্ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

রেল পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের রোপার এলাকায় ট্রেনটি পৌঁছতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাবার পিছনে ছুটছিল ৩ বছরের ছোট্ট মেয়েটি। বাবার সঙ্গে রেল লাইন পেরোচ্ছিল। তবে শিশুটির বাবা উপযুক্ত সময় রেল লাইন পেরোতে পারলেও পিছিয়ে পড়ে শিশুকন্যাটি। আর বাবা সেই বিষয়টি বুঝতেই পারেননি। আর যার জেরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রেনটি ধাক্কা মারে শিশুটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় একরত্তি। তবে এই প্রথম নয়, চলতি বছরের নভেম্বরেই গুজরাটের আনন্দের কাছে এই সেমি হাইস্পিড ট্রেনের (Semi High Speed Train) ধাক্কায় বিয়াট্রিস আর্চিবল্ড পিটার নামে আমেদাবাদের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, যাত্রা শুরুর পর থেকেই দুর্ঘটনার কারণে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেসের নাম। কখনও গবাদি পশুর ধাক্কায় তো কখনও সাধারণ মানুষ, বন্দে ভারতের ধাক্কায় বিকল হয়েছে সেমি হাই স্পিড ট্রেনটির ইঞ্জিন। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্তে যাত্রা শুরু করেছে এই ট্রেন। আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, দ্রুত গতির ট্রেনটি বাংলায় সফর শুরু করবে। যার উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ইতিমধ্যে, হাওড়ায় আঁটোসাঁটো নিরাপত্তা। তার আগেই এমন দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলল সেমি হাইস্পিড ট্রেনটির ভবিষ্যৎ।

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version