Friday, August 22, 2025

ভয়ঙ্কর নয় নতুন ভ্যারিয়েন্ট, কোভিড নিয়ে গুজব না ছড়ানোর বার্তা আইসিএমআরের

Date:

কেন্দ্র বা রাজ্য সরকারগুলি কোনওরকম ঝুঁকি না নিয়ে সমস্ত রকম প্ৰস্তুতি শুরু করে দিয়েছে। তবে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তা তো দূরের কথা, কোনও ধরনের উদ্বেগ বা আতঙ্কের কারণই নেই। ভারতে এর আগেও ওমিক্রনের বিএফ.৭ নামের সাবভ্যারিয়েন্ট ধরা পড়েছিল। তাঁরা প্রত্যেকে সুস্থ হয়ে গিয়েছেন। আক্রান্তদের জন্য ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়েছিল, এমনটাও নয়। তাই নতুন কোভিডের জন্য দেশজুড়ে ফের প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের মতো উদ্বেগজনক পরিস্থিতি হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন আইসিএমআরের গবেষক ডাঃ সমীরণ পান্ডা।

আরও পড়ুন:ন্যাজাল ভ্যাকসিনের দাম চূড়ান্ত করল কেন্দ্র

আইসিএমআরের মহামারীবিদ্যা বিভাগের প্রাক্তন প্রধান ডাঃ পান্ডা। বিগত দু’বছর ধরে দেশে করোনা মোকাবিলার বিভিন্ন নীতি নির্ধারণে তিনি ছিলেন প্রথম সারিতে। চলতি বছরই আইসিএমআর-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদ থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে তিনি রয়েছেন ‘আইসিএমআর-ডাঃ এ এস পানিটাল ডিস্টিংগুইশড সায়েন্টিস্ট চেয়ার’ পদে।


বর্তমানে গোটা বিশ্বে নতুন করে কোভিডের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এদেশেও। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোজাসাপ্টা জবাব দেন সমীরণবাবু। তাঁর কথায়, “ভ্যারিয়েন্টের চেয়েও করোনা নিয়ে বাজে খবর, ফেক মেসেজ, তথ্য যাচাই না করে ফরোয়ার্ড করা হোয়াটসঅ্যাপ বার্তা আমার কাছে অনেক বেশি দুশ্চিন্তার। সকলকে একান্ত অনুরোধ, বাজে খবরে কান দেবেন না। কোনও মেসেজ যাচাই না করে ফরোয়ার্ড করবেন না। কারণ, গুজব হাওয়ার থেকেও দ্রুত ছড়ায়। নতুন ভ্যারিয়েন্টের জন্য হাহুতাশ করার কারণ নেই।” তাঁর এই দাবির সঙ্গে অন্যান্য চিকিৎসকরাও সহমত পোষণ করেছেন।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version