Tuesday, May 20, 2025

নতুন বছরের আগেই সুখবর! চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের

Date:

দীর্ঘদিন অপেক্ষার অবসান। এবার থেকে সরকারি স্কুলে (Govt School) নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের (Computer Instructor) ভাতা (Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের (Govt of West Bengal)। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি স্কুলের চুক্তিভিত্তিক (Contractual) কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা ১০ হাজার টাকা করা হচ্ছে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষিকাদের এই বর্ধিত ভাতা লাগু হবে। ফলে স্বাভাবিকভাবেই নতুন বছর শুরুর আগে খুশি রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা। আগে তাঁদের ৮ হাজার টাকা দেওয়া হত। আর নতুন বছর থেকে তাঁদের ভাতা বাড়িয়ে ১০ হাজার করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে বিগত কয়েক বছর ধরেই কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। তবে স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন ধরনের অনলাইনের কাজও করতে হয় তাঁদের। যার মধ্যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের অনলাইন ফর্ম ফিলাপ (Online Form Fill up) সহ একাধিক কাজ থাকে। পাশাপাশি করতে হয় স্কুলের অন্যান্য বিষয়ের ডিটিপি-র (DTP) কাজও।

আর সেই কারণেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তবে নতুন বছরের আগেই এমন সরকারি ঘোষণা যে তাঁদের বাড়তি অক্সিজেন জোগাল তা আর বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version