Friday, August 22, 2025

তুষারঝড় ‘বম্ব সাইক্লোনে’ বিপর্যস্ত পূর্ব আমেরিকা, মৃ*তের সংখ্যা বেড়ে ৬০

Date:

গত ক’দিন ধরে চলা তুষারঝড় ‘বম্ব সাইক্লোনে’ বিপর্যস্ত পূর্ব আমেরিকা। এতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। সবচেয়ে ক্ষতি হয়েছে নিউ ইয়র্কের  বুফালো এলাকায়। মারাত্মক প্রভাব পড়েছে বিদ্যুৎ পরিষেবার ওপরে। তুষারঝড়ের জেরে পূর্ব আমেরিকার প্রায় ২ লক্ষ বাসিন্দাকে প্রবল ঠান্ডার মধ্যেই বিদুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার আগে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ডালাস শহরে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নিচে। আর পশ্চিম কানাডায় তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে ৫৩ ডিগ্রিতে।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছে ৬০ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছে ৩৭ জন। ওহাইও অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। অন্যদিকে কেনটাকি অঙ্গরাজ্য ও কানসাস শহরে তিনজন করে মারা গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির তথ্য অনুযায়ী, নিউইয়র্কের বাফেলো শহরটির অবস্থা সবচেয়ে খারাপ। সেখানকার একজন সরকারি কর্মকর্তা বলেন, অনেক মানুষ গাড়িতে আটকে পড়েছেন। তাঁরা দুই দিনের বেশি সময় ধরে গাড়িতে আটকে রয়েছেন। কোথাও কোথাও ৯ ইঞ্চির বেশি ঘন তুষার জমে গেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো মিলিয়ে তুষারঝড়ে মোট মৃত্যু ৬০ ছাড়িয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে তাঁরা লোকজনকে এখনো ভ্রমণ এড়াতে পরামর্শ দিচ্ছেন। কানাডায় সবচেয়ে পরিস্থিতি খারাপ হয়েছে অন্টারিও ও কুইবেক প্রদেশে। অন্টারিও প্রিন্স এডওয়ার্ড কাউন্টি ও লেক অন্টারিওতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে মূল সড়ক থেকে তুষার সরাতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে কর্তৃপক্ষকে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version