Tuesday, August 26, 2025

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের তৃতীয় ম‍্যাচে বড় জয় পেল বাংলা। বৃহস্পতিবার নাগাল‍্যান্ডের ঘরের মাঠে নাগাল‍্যান্ডের বিরুদ্ধে ইনিংস-সহ ১৬১ রানে জয় পেল মনোজ তিওয়াড়ির দল। এই ম্যাচ জিতে ৭ পয়েন্ট অর্জন করল তারা।

বাংলার প্রথম ইনিংসে ৪৫০ রানের বড় স্কোর দুই ইনিংস মিলিয়েও মোকাবিলা করতে পারেনি নাগাল‍্যান্ড। নাগাল্যান্ড টসে জিতে প্রথম ইনিংসে ১৬৬ রানে অল আউট হয়ে যায়। বাংলার প্রদীপ্ত প্রামাণিক একাই ৬ উইকেট নেন। এরপর বাংলার হয়ে ব‍্যাট করতে নেমে সদ্য দলে যোগ দেওয়া অভিমন্যু ইশ্বরন এবং সুদীপ কুমার ঘরামির শতরান বাংলাকে বড় ব্যবধানে এগিয়ে দেয়। প্রথম ইনিংসে বাংলা করে ৪৫০। ৪৫০ রান করে ডিক্লেয়ার দেয় তারা।

জবাবে ব‍্যাট করতে নেমে নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ভালো স্কোরের আশা করা হলেও দ্বিতীয় ইনিংসেও নাগাল্যান্ডের ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পরে বাংলার বোলারদের সামনে। দ্বিতীয় ইনিংসে করন লাল ১৭ ওভার বল করে ৪৭ রানের বিনিময় নেন ৫ উইকেট নেন। তাঁকে যোগ্য সহায়তা করেন শাহবাজ আহমেদ এবং ম্যাচের সেরা প্রদীপ্ত। শাহবাজ ৩৮ রানের বিনিময় নেন ৩ উইকেট এবং প্রদীপ্ত নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে নাগাল‍্যান্ড করে ১২৩ রান।

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘এ’ তে বাংলার দল তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয় এবং একটিতে ড্র এর ফলে লিগ টেবিলের বেশ ভালো জায়গায় মনোজ তিওয়াড়িরা। রঞ্জিতে বাংলা দলের পরের ম্যাচ ৩ জানুয়ারী উত্তরাখন্ডের সঙ্গে।

 

Related articles

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...

ধোনির পছন্দের তালিকায় ছিলেন না মনোজ!

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। এরপর আর ভারতীয় দলে সুযোগ পাননি মনোজ(Manoj Tiwary) তিওয়ারি। কেনো পাননি...
Exit mobile version