Wednesday, November 5, 2025

নাগাল‍্যান্ডের বিরুদ্ধে ইনিংস-সহ ১৬১ রানে জয় বাংলার

Date:

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের তৃতীয় ম‍্যাচে বড় জয় পেল বাংলা। বৃহস্পতিবার নাগাল‍্যান্ডের ঘরের মাঠে নাগাল‍্যান্ডের বিরুদ্ধে ইনিংস-সহ ১৬১ রানে জয় পেল মনোজ তিওয়াড়ির দল। এই ম্যাচ জিতে ৭ পয়েন্ট অর্জন করল তারা।

বাংলার প্রথম ইনিংসে ৪৫০ রানের বড় স্কোর দুই ইনিংস মিলিয়েও মোকাবিলা করতে পারেনি নাগাল‍্যান্ড। নাগাল্যান্ড টসে জিতে প্রথম ইনিংসে ১৬৬ রানে অল আউট হয়ে যায়। বাংলার প্রদীপ্ত প্রামাণিক একাই ৬ উইকেট নেন। এরপর বাংলার হয়ে ব‍্যাট করতে নেমে সদ্য দলে যোগ দেওয়া অভিমন্যু ইশ্বরন এবং সুদীপ কুমার ঘরামির শতরান বাংলাকে বড় ব্যবধানে এগিয়ে দেয়। প্রথম ইনিংসে বাংলা করে ৪৫০। ৪৫০ রান করে ডিক্লেয়ার দেয় তারা।

জবাবে ব‍্যাট করতে নেমে নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ভালো স্কোরের আশা করা হলেও দ্বিতীয় ইনিংসেও নাগাল্যান্ডের ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পরে বাংলার বোলারদের সামনে। দ্বিতীয় ইনিংসে করন লাল ১৭ ওভার বল করে ৪৭ রানের বিনিময় নেন ৫ উইকেট নেন। তাঁকে যোগ্য সহায়তা করেন শাহবাজ আহমেদ এবং ম্যাচের সেরা প্রদীপ্ত। শাহবাজ ৩৮ রানের বিনিময় নেন ৩ উইকেট এবং প্রদীপ্ত নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে নাগাল‍্যান্ড করে ১২৩ রান।

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘এ’ তে বাংলার দল তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয় এবং একটিতে ড্র এর ফলে লিগ টেবিলের বেশ ভালো জায়গায় মনোজ তিওয়াড়িরা। রঞ্জিতে বাংলা দলের পরের ম্যাচ ৩ জানুয়ারী উত্তরাখন্ডের সঙ্গে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version