Tuesday, November 11, 2025

বিশ্বজুড়ে ডাউন টুইটার (Twitter Down)। ঘটনার জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। বিশেষ করে ওয়েব ভার্সনে (Web Version) খুলছে না টুইটার। টুইটারে লগ ইন করতে গেলেই ভুল তথ্য দেখাচ্ছে। এদিন ভোর থেকেই শুরু হয়েছে ভোগান্তি। তবে আচমকা কেন এই সমস্যা সেবিষয়ে টুইটারের তরফে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, আমেরিকা ও কানাডার প্রায় ১০ হাজার ব্যবহারকারী বৃহস্পতিবার সকাল থেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ডাউন ডিকেটর একটি টুইট করে জানিয়েছে, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) অনুযায়ী ৭.১৩ নাগাদ গ্রাহকরা টুইটার নিয়ে অসুবিধার কথা জানিয়ে টুইট করেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে লক্ষাধিক ইউজারের অভিযোগ, তাঁরা টুইটারে লগ ইন করতে পারছেন না। টুইটারের ওয়েব ভারসানে মূলত এই সমস্যা দেখা যাচ্ছে। কেউ দাবি করেছেন, টুইটারের নোটিফিকেশন আসছে না। সবমিলিয়ে চরম সমস্যার মুখে টুইটার। এদিকে এমন বিপর্যয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ইউজাররা। ইউজারদের অভিযোগ, মাস্ক (Elon Mask) টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যার মুখে পড়ছে মাইক্রো ব্লগিং এই সাইট।

উল্লেখ্য, চলতি বছরেই অক্টোবর মাসের শেষ দিকে টুইটারের দায়িত্ব নেন এলন মাস্ক। তারপর থেকেই নানা বিতর্কে মুখ পুড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সংস্থাটি। তবে এই প্রথম নয়, এর আগেও টুইটার ডাউন হয়েছে। এখন ব্লু টিক (Blue Tick) পেতে গেলে ইউজারদের মোটা টাকা খরচ করতে হচ্ছে। সম্প্রতি মাস্ক টুইটারের নীতিগুলি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কী কারণে এই সমস্যা, কতক্ষণে সমস্যা সমাধান হবে তা নিয়ে টুইটারের তরফে একটি শব্দও খরচ করা হয়নি। এদিকে মাস্ক দায়িত্ব নেওয়ার দু’মাসের মাথায় ত্রুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) মিমের বন্যা। ক্রমাগত কটাক্ষ করা হয়েছে এলন মাস্ককে।

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version