Saturday, November 15, 2025

বাঙালির হৃদয়ে ফুটবল চিরকাল বেঁচে থাকুক: MP Cup-এর পুরস্কার বিতরণী মঞ্চে সকলকে ধন্যবাদ অভিষেকের

Date:

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত MP Cup সফলভাবে সম্পন্ন হয়েছে শুক্রবার। এই ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৈরি সকলকে ধন্যবাদ জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বার্তা দিলেন, “আমি বলেছিলাম একটা ফার্স্ট ডিভিশন টিম তৈরি করব ডায়মন্ড হারবারে। এক বছরে আমরা প্রিমিয়ার ডিভিশনে পৌঁছে গেছি আশা করি পরেরবার আপনাদের সকলের আশীর্বাদে আমরা এগিয়ে যাব।”

শুক্রবার এমপি কাপের ফাইনাল ম্যাচের শেষে জয়ী ও রানার্স টিমের হাতে পুরস্কার তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, “আজ এমপি কাপের পঞ্চম অধ্যায় সম্পন্ন হল। পঞ্চম অধ্যায় চ্যাম্পিয়ন হয়েছে ফলতা। এখনো পর্যন্ত এই ফুটবল প্রতিযোগিতার পাঁচটা অধ্যায় হয়েছে। পাঁচ বার পাঁচ জন আলাদা ভাবে চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবার বিষ্ণুপুর, তারপর সাতগাছিয়া, বজবজ, মেটিয়াবুরুজ এবং এবার ফলতা। ডায়মন্ড হারবার ও মহেশতলার এখনো চ্যাম্পিয়ন হতে বাকি আছে আশা করি সপ্তম ও অষ্টম অধ্যায় এই দুটি টিম জিতবে।”

এরপর সকলকে ধন্যবাদ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “শুধুমাত্র রাজনীতি নয় খেলা-মেলা সমস্ত জায়গা থেকেই এলাকার শান্তি সম্প্রীতি অখণ্ড রাখার জন্য এখানকার পুলিশ প্রশাসন ও সর্বস্তরের মানুষ যেভাবে কাজ করেছেন তার জন্য তাদেকে ধন্যবাদ।” পাশাপাশি তিনি স্মরণ করান, “আজ কিংবদন্তি ফুটবলার পেলেকে আমরা হারিয়েছি এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। আশা করবো পেলের দেখানো পথে এবং যে কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলিলে ঈশ্বরের আরও নিকটে পৌঁছে যাওয়া যায়। মান্না দে বলেছেন, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সুতরাং এই খেলা বেঁচে থাকুক বাঙালির হৃদয়ে থাকুক।”

সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মরণ করান, “আমাদের নিজস্ব ফুটবল ক্লাব আছে ডায়মন্ড হারবার। আমি আগেই বলেছিলাম একটা ফার্স্ট ডিভিশন টিম তৈরি করব। এক বছরে আমরা প্রিমিয়ার ডিভিশনে পৌঁছে গেছি। আশা করি পরেরবার আপনাদের সকলের আশীর্বাদে আমরা এগিয়ে যাব।”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version