Sunday, August 24, 2025

আহমেদাবাদ-লাদাখে অত্যাধুনিক থ্রি-ডি প্রযুক্তি দিয়ে বাসস্থান ভারতীয় সেনার

Date:

যুগ বদলেছে। এগিয়েছে বিজ্ঞান। উন্নতি হয়েছে প্রযুক্তির। যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীও এগিয়েছে। বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে ভারতীয় সেনা এবার জওয়ানদের থাকার জন্য অত্যাধুনিক প্রযুক্তির বাসস্থান তৈরি করছে।

এখন থেকে ভারতীয় সেনার পালকে যুক্ত হল থ্রি-ডি প্রিন্টেড হাউজ ডুয়েলিং ইউনিট। এই থ্রি-ডি প্রিন্টেড হাউজ হল বিপর্যয়-মোকাবিলাকারী এমন এক কাঠামো, যার মধ্যে থাকছে জোন-থ্রি আর্থকোয়েক স্পেসিফিকেশন এবং গ্রিন বিল্ডিংয়ের বাড়তি ব্যবস্থা। ভারতীয় সেনা গুজরাতের আহমেদাবাদে এরকম একটি ইউনিট আগেই শুরু করেছে। আহমেদাবাদ ক্যান্টনমেন্টের এই থ্রি ডি প্রিন্টেড হাউজ হল ভারতের সেনার পক্ষে প্রথম থ্রি ডি প্রিন্টেড হাউজ। সেনার তরফে জানানো হয়েছে, এর কৌশলের মধ্যে রয়েছে একরকমের থ্রি ডি প্রিন্টার। এতে থাকে কম্পিউটারাইজড থ্রি-ডায়মেনশনের ডিজাইন। এটা কংক্রিট স্পেশিফিকেশন ডিজাইন। এটা এই নির্মাণে স্তরে স্তরে থাকে।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, থ্রি ডি ব়্যাপিড কনস্ট্রাকশন টেকনোলজির সহায়তায় মাইকব প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তি এনেছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস (এমইএস)। এই প্রযুক্তি কাজে লাগিয়ে মাত্র ১২ সপ্তাহে ৭১ বর্গ কিলোমিটারের একটি স্পেসে এই নির্মাণ করা হয়েছে। এতে ভিত, দেওয়াল, স্ল্যাব– তৈরি করা হয়েছে সবই।

এখানে আর্মড ফোর্সেসের জওয়ানরাই থাকবে। মডার্ন ডে ব়্যাপিড কনস্ট্রাকশনের প্রতীক। আমেদাবাদের পর সম্প্রতি এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণকাজ চলছে লাদাখে।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version