Friday, August 22, 2025

ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari) খুনের ঘটনায় (murder case) গ্রেফতার দেওর (Brother in law) সন্দীপ কুমার (Sandeep Kumar)। বাগনান (Bagnan) পুলিশ সূত্রে খবর, ঘটনায় প্রধান অভিযুক্ত রিয়ার স্বামী প্রকাশ কুমার গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকেই পলাতক ছিল সে। বৃহস্পতিবার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বাগনানের একটি গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ (police)। শুক্রবার উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) সন্দীপকে তোলা হয়। এরপরই তাঁকে ১১ দিন পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছে আদালত। প্রকাশের ভাই সন্দীপ পেশায় শ্যুটিং কোচ। রিয়ার পরিবার তাঁদের বদনাম করার চেষ্টা করছে বলেও দাবি করেছেন ধৃত সন্দীপ।

পুলিশ সূত্রে খবর, রিয়া কুমারীর পরিবারের তরফে থানায় দায়ের করা এফআইআরে (FIR) সন্দীপের নাম ছিল। এরপর বাগনানের একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে সন্দীপকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর বাগনানে ৬ নম্বর জাতীয় সড়কের উপর ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীকে গুলি করে খুনের ঘটনায় তাঁর স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করে পুলিশ। রিয়ার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে পরিকল্পনা করে দুষ্কৃতী দিয়ে খুন করানো হয়েছে। খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর স্বামীই। একইসঙ্গে পুলিশের সঙ্গে রিয়ার হত্যাকাণ্ডের সঠিক তদন্তের (Investigation) আর্জিও জানিয়েছেন তাঁরা। প্রকাশকে জিজ্ঞাসাবাদ করার সময় একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। প্রকাশকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে খবর, স্বামী প্রকাশ কুমার ও আড়াই বছরের শিশুকন্যার সঙ্গে গত সপ্তাহে বুধবার কলকাতায় আসছিলেন ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা রিয়া। গাড়ি চালাচ্ছিলেন প্রকাশ নিজেই। বুধবার ভোর ৬টা নাগাদ শৌচকর্ম করার জন্য বাগনানের মহিষরেখা সেতুর কাছে গাড়ি দাঁড় করান প্রকাশ। সেই সময় তাঁদের গাড়িতে চড়াও হয় ৩ জন সশস্ত্র দুষ্কৃতী। দুষ্কৃতীরা ছিনতাইয়ের চেষ্টা করতেই তাতে বাধা দেন রিয়া। এগিয়ে আসেন প্রকাশও। তারপরেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর কানের নীচে গুলি লাগার ফলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এসে রিয়াকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version