Thursday, August 21, 2025

নতুন বছরে ভূস্বর্গের জন্য বড় ঘোষণা কেন্দ্রের! জ*ঙ্গি দমনে CRPF-র প্রমীলা বাহিনী

Date:

নতুন বছরে ভূস্বর্গের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। এবার থেকে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদী দমন অভিযানে সিআরপিএফ-এর (CRPF) বাহিনীতে থাকবেন মহিলা জওয়ানরাও (Woman Jawan)। নতুন বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ থেকে এই নয়া ব্যবস্থা চালু হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। তবে কেন্দ্রের এই ঘোষণা যদি সত্য়ি হয়, তাহলে নিশ্চিতভাবে তৈরি হবে এক নয়া ইতিহাস। জানা গিয়েছে, মূলত গুলির লড়াই চলাকালীন তল্লাশির কাজেই নিযুক্ত থাকবেন বাহিনীর মহিলা সদস্যরা।

ইতিমধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মহিলা কর্মীদের প্রশিক্ষণও (Training) শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, চার থেকে ছয় সপ্তাহ প্রশিক্ষণের পরেই তাঁদের উপত্যকার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। সিআরপিএফের ইনস্পেক্টর জেনারেল (IG) চারু সিনহা জানান, এই আইডিয়া নিয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, পুরুষপ্রধান নিরাপত্তাবাহিনী যখন ঘেরাও তল্লাশি (Search Operation) চালান তখন চরম অস্বস্তিতে পড়েন উপস্থিত মহিলারা। আর সেই বিষয়টি মাথায় রেখে কেন্দ্রের তরফে এমন চিন্তা ভাবনা করা হচ্ছে।

চারু সিনহা (Charu Sinha) ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সিআরপিএফের শ্রীনগর সেক্টরের (Srinagar Sector) প্রধান হিসাবে নিযুক্ত হওয়া প্রথম মহিলা আইপিএস অফিসার। সিআরপিএফ বাহিনীতে মহিলা জওয়ান নিয়োগ করার কারণ নিয়ে তিনি আরও জানান, স্থানীয়দের ভাবাবেগকে সম্মান করার জন্য এই সিদ্ধান্ত। আমরা কাশ্মীরের মানুষকে স্বাভাবিক জীবনযাপনের স্থিতিশীলতা দিতে চাই। আমরা কোনওভাবেই স্থানীয়দের অনুভূতিতে আঘাত করতে চাই না।

উল্লেখ্য, এর আগে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে (LOC) নিরাপত্তার দায়িত্ব সামলেছেন মহিলারা। পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া সাধনা পাসে মহিলা জওয়ানদের পোস্টিং দেওয়া হয়েছিল। তবে এই এলাকায় বসবাস করেন প্রচুর মহিলা। কিন্তু তাঁদের সেভাবে তল্লাশি করতে পারেন না পুরুষ জওয়ানরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই জাল নোট, অস্ত্র, মাদক থেকে শুরু করে বোরখার আড়ালে চলে আসে সন্ত্রাসবাদীরাও। এই সমস‌্যা মেটাতেই এবার সিআরপিএফেও প্রমীলা বাহিনীর নিযুক্তির পরিকল্পনার পথে কেন্দ্রীয় সরকার।

 

 

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version