Saturday, November 8, 2025

১৭ জানুয়ারি রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্য বিজেপি সূত্রে খবর, হুগলির আরামবাগ (Arambag) এবং দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে (Mathurapur) জনসভা করবেন তিনি। বিজেপির দাবি, ২০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সাংসদ নিয়ে যেতে ইতিমধ্যে একাধিক প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবে চলতি মাসেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে অমিত শাহের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপির তরফে আরও জানানো হয়েছে, গোটা বছরে পশ্চিমবঙ্গে মোট ৪০টি সভা করবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রতি মাসে রাজ্যে রাজ্যে মোদি ও শাহের মোট ৩টির বেশি সভা হবে।

এর আগে ডিসেম্বরের ১৬ তারিখ রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। সেই সময়ে রাজ্যে পা রেখেই তিনি সরাসরি চলে গেছিলেন বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন স্ট্রিটে। সেখানে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক সারেন তিনি। পরের দিন নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং প্রতিনিধিরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে দেখাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দিল্লি ফিরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি। তার কয়েক সপ্তাহের মধ্যেই ফের রাজ্য সফরে আসছেন অমিত শাহ।

এদিকে কেন্দ্রের বিজেপি নেতাদের রাজ্যে সভা নিয়ে রবিবারই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, পশ্চিমবঙ্গের দরজা সবার জন্য খোলা। বিরোধী দলগুলো সভা সমাবেশ করবে এটাই তো স্বাভাবিক। এটা তো ত্রিপুরা না যে বিরোধী দলের নেতাদের থানায় তুলে নিয়ে যাওয়া হবে। সাংবাদিকদের থানায় আত্মগোপন করতে হবে। বিধানসভা ভোটের আগে আমরা বলেছিলাম, বহিরাহতরা আসে যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। মানুষ আমাদের কথায় আস্থা রেখেছেন তা ভোটের ফলেই স্পষ্ট।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version