Thursday, December 4, 2025

৭১- এর যুদ্ধের প্রসঙ্গ টেনে পাকিস্তানকে হুঁশিয়ারি তা*লিবানের

Date:

Share post:

তুঙ্গে পাকিস্তান বনাম তালিবানের বাক যুদ্ধ। এবার ১৯৭১ সালের স্মৃতি উস্কে দিয়ে পাকিস্তানকে (Pakistan) তীব্র খোঁচা দিল তালিবান (Ta*liban)। ভারত-পাক যুদ্ধে ভারতের কাছে কার্যত পর্যুদস্ত হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। সেই সময়ে ভারতের সেনাপ্রধান জগজিৎ সিং আরোরার (Jagjit Singh Arora)সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন পাক সেনাপ্রধান আমির আবদুল্লা নিয়াজি (Amir Abdullah Niazi)। সেই ছবি টুইট করে তা*লিবান নেতা ইয়াসির হুঁশিয়ারি দেন পাকিস্তানকে। তিনি জানিয়েছেন পাকিস্তান কোনও রকমের আক্রমণের কথা ভাবলে সেক্ষেত্রে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। যদি এমন ঘটনা হয় তাহলে সেটা কোনও ভাবেই স্বস্তিদায়ক হবে না পাকিস্তান সরকারের (Pakistan Government)জন্য।

হঠাৎ করে বাংলাদেশ যুদ্ধের (Bangladesh War) প্রসঙ্গ ওঠার কারণ কী? এক্ষেত্রেও সেই নজর পাকিস্তান সরকারের (Pakistan Government)মন্তব্যের দিকে। সীমান্তে সক্রিয় পাক তালিবান? এই ধরণের এক আশংকা বাড়ছিল দুই দেশের মধ্যে। কিছুদিন আগেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister of Pakistan) রানা সানাউল্লা (Rana Sanaullah) বলেন সীমান্তে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে পাক তালিবান। আফগানিস্তান পাকিস্তানের প্রতিবেশী দেশ, তাই এই বিষয়টি নিয়ে প্রথমে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু তাতে কাজ না হলে পালটা ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্তর্জাতিক আইন মতে, কোনও শক্তি যদি আক্রমণের পরিকল্পনা করে, তাহলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার অধিকার আছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে তালিবানের বিরুদ্ধে কি সামরিক অভিযান শুরু করছে পাকিস্তান? এবার পাল্টা জবাব দেয় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। আহমেদ ইয়াসির বলেন, তাঁদের বিরুদ্ধে সামরিক অভিযান করার কথা পাকিস্তানের মতো দেশ ভাবতেই পারে না। যদি সেই চেষ্টা কেউ করে তাহলে ভারতের সঙ্গে যেভাবে লজ্জাজনক চুক্তি সই করে আত্মসমর্পণ করতে হয়েছিল পাকিস্তানকে, সেই একই দশার পুনরাবৃত্তি হতে পারে বলে পরোক্ষ ভাবেই হুঁশিয়ারি শোনা যায় তাঁর গলায়।

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...