Wednesday, August 27, 2025

তুঙ্গে পাকিস্তান বনাম তালিবানের বাক যুদ্ধ। এবার ১৯৭১ সালের স্মৃতি উস্কে দিয়ে পাকিস্তানকে (Pakistan) তীব্র খোঁচা দিল তালিবান (Ta*liban)। ভারত-পাক যুদ্ধে ভারতের কাছে কার্যত পর্যুদস্ত হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। সেই সময়ে ভারতের সেনাপ্রধান জগজিৎ সিং আরোরার (Jagjit Singh Arora)সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন পাক সেনাপ্রধান আমির আবদুল্লা নিয়াজি (Amir Abdullah Niazi)। সেই ছবি টুইট করে তা*লিবান নেতা ইয়াসির হুঁশিয়ারি দেন পাকিস্তানকে। তিনি জানিয়েছেন পাকিস্তান কোনও রকমের আক্রমণের কথা ভাবলে সেক্ষেত্রে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। যদি এমন ঘটনা হয় তাহলে সেটা কোনও ভাবেই স্বস্তিদায়ক হবে না পাকিস্তান সরকারের (Pakistan Government)জন্য।

হঠাৎ করে বাংলাদেশ যুদ্ধের (Bangladesh War) প্রসঙ্গ ওঠার কারণ কী? এক্ষেত্রেও সেই নজর পাকিস্তান সরকারের (Pakistan Government)মন্তব্যের দিকে। সীমান্তে সক্রিয় পাক তালিবান? এই ধরণের এক আশংকা বাড়ছিল দুই দেশের মধ্যে। কিছুদিন আগেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister of Pakistan) রানা সানাউল্লা (Rana Sanaullah) বলেন সীমান্তে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে পাক তালিবান। আফগানিস্তান পাকিস্তানের প্রতিবেশী দেশ, তাই এই বিষয়টি নিয়ে প্রথমে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু তাতে কাজ না হলে পালটা ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্তর্জাতিক আইন মতে, কোনও শক্তি যদি আক্রমণের পরিকল্পনা করে, তাহলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার অধিকার আছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে তালিবানের বিরুদ্ধে কি সামরিক অভিযান শুরু করছে পাকিস্তান? এবার পাল্টা জবাব দেয় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। আহমেদ ইয়াসির বলেন, তাঁদের বিরুদ্ধে সামরিক অভিযান করার কথা পাকিস্তানের মতো দেশ ভাবতেই পারে না। যদি সেই চেষ্টা কেউ করে তাহলে ভারতের সঙ্গে যেভাবে লজ্জাজনক চুক্তি সই করে আত্মসমর্পণ করতে হয়েছিল পাকিস্তানকে, সেই একই দশার পুনরাবৃত্তি হতে পারে বলে পরোক্ষ ভাবেই হুঁশিয়ারি শোনা যায় তাঁর গলায়।

Related articles

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...
Exit mobile version