Thursday, January 22, 2026

Covid 19 : কোভিড নিয়ে চিন্তায় দেশ, বুস্টারের দ্বিতীয় ডোজ নিয়ে বড় আপডেট কেন্দ্রের

Date:

Share post:

ডিসেম্বর মাসের শুরু থেকে যেভাবে কোভিড (Covid) দাপট দেখাতে শুরু করেছিল তাতে চিনসহ (China) গোটা বিশ্বের মাথাব্যথা শুরু হয়ে যায়। আতঙ্ক বাড়ে ভারতেও। কিন্তু নতুন বছরের শুরুতে স্বস্তির খবর। এখনও দেশে সেভাবে দাপট দেখায় নি কোভিড, পরিসংখ্যান দিয়ে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)। যদিও মঙ্গলবার দেশে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ২,৫৮২। গত এক দিনে দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২২ জন।  স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭৩। এই নিয়ে দেশে মোট কোভিড (Covid 19) আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৮ হাজার ৮২২।

কোভিডের উদ্বেগ বাড়ার পাশাপাশি বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে শুরু হয়েছে তৎপরতা। দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্র ও রাজ্যে। দুটি ডোজ নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার দিকেই জোর কেন্দ্রের। এখানেই প্রশ্ন উঠছে বুস্টারের দ্বিতীয় ডোজ নিয়ে। ভারতে গত ২৪ ঘন্টায় ৪৫,৭৬৯ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে মোট ২২০.১১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ৯৫.১৩ কোটি মানুষ কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। কিন্তু বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ২২.৪১ কোটি। তাই সে ক্ষেত্রে প্রথম বুস্টার ডোজ সম্পন্ন করার দিকেই জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এখনই বুস্টারের দ্বিতীয় ডোজ বাজারে আসছে না, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক। সরকারি তরফে বলা হয়েছে প্রথমে দেশে বুস্টার ড্রাইভ সম্পন্ন করতে হবে। তাই সেই দিকেই জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

spot_img

Related articles

SIR শুনানির আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, শোকের ছায়া পাঁচলায়

পাঁচলা থানার শাঁকখালি গ্রামে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ার পর...

ফের SIR আতঙ্কে মৃত ৪! ইটাহারে দেহ নিয়ে উত্তেজনা

বাড়ছে মৃত্যুমিছিল। শুনানির নোটিশ (SIR death) পেয়ে ফের একইদিনে এল চার মৃত্যুর খবর। এঁদের দু’জন আতঙ্কে আত্মহত্যা করেছেন।...

চিংড়িহাটা মোড়ে অবশেষে কাটল মেট্রোর জট, যান চলাচল নিয়ন্ত্রণে নয়া রুট ম্যাপ পুলিশের

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের পথে দীর্ঘদিনের কাঁটা অবশেষে দূর হতে চলেছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা সংলগ্ন অংশে থমকে...

‘জাগো বাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর তিন ভাবনা, শুরুর দিনেই উপচে পড়া ভিড়

প্রত্যেকবারের মতো ৪৯তম বইমেলাতেও ব্যতিক্রমী ‘জাগো বাংলা‘ স্টল (Jago Bangla Stall)। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করেছেন সাংসদ দোলা সেন-সহ...