Wednesday, May 14, 2025

মালদহের ‘বি.‌টেক চাওয়ালা’, রুজি রুটির জন্য চায়ের দোকান দুই ইঞ্জিনিয়ারের

Date:

পড়াশোনা করেও সেভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন নি বা সুযোগ পান নি, এইরকম নামের তালিকা কিন্তু কম নেই। এবার সেখানে জুড়ল মালদহ (Maldah)জেলার দুই ইঞ্জিনিয়ার আলমগীর খান (Alamgir Khan) ও রাহুল আলি (Rahul Ali)। রাস্তার ধারে নামি দোকানের পাশেই নিজেদের জীবন যাপনের উপায় খুঁজে নিল মালদহের কালিয়াচকের (Kaliachalk) থানা রোডের আলমগীর এবং ইংরেজবাজার (English Bazar)শহরের রেল কলোনির বাসিন্দা রাহুল।

২০২২ শেষে ২০২৩ পথ চলা শুরু করেছে গত রবিবার। আর সেই দিনেই জীবনের পথে অন্যভাবে এগিয়ে যাওয়ার জন্যই রাস্তায় নামল ‘বি.‌টেক চাওয়ালা’। তবে রাস্তায় নেমে হাঁটা নয় বরং পথ চলতি মানুষের ক্লান্তি দূর করতে একটু বিশ্রাম ,খানিক কথাবার্তা আর সঙ্গে এক কাপ চা। এই সব নিয়েই ‘বি.‌টেক চাওয়ালা’ (B Tech Cha Wala)। আলমগীর ও রাহুল দু’জনেই মালদহে গনি খানের নামাঙ্কিত কারিগরি কলেজের ছাত্র ছিলেন। আলমগীর ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন। ওই বছরই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন রাহুল। তিনি অবশ্য এরপর আর পড়াশোনা না করলেও, আলমগীর কলকাতার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Swami Vivekananda Institute of Science and Technology) থেকে ২০২১ সালে বি টেক (B.Tech) পাশ করেন। আলমগীরের বাবা শাহেনশা খান ঢালাই মেশিন ভাড়া দিয়ে পাঁচ ছেলেমেয়েকে নিয়ে সংসার চালান । রাহুলের বাবা মনসুর আলি পেশায় ট্যাক্সি চালক। একদিকে পরিবারকে সাহায্য করার ইচ্ছে আর অন্যদিকে কাজ করতে করতে আরও পড়াশোনা বা নিজের যোগ্য চাকরি পাওয়ার আশা বুকে নিয়ে এবার বেকার বসে তইলেন না দুই ইঞ্জিনিয়ার। ইংরেজবাজার শহরের স্টেশন রোডে কানি মোড়ে ভাড়া নিয়ে দোকান খুলেছেন তাঁরা। দোকানের উদ্বোধন করেন স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের (TMC)কাউন্সিলর গৌতম দাস (Gautam das)। দোকান আর দুই মালিকের চা বিক্রির ছবি এখন সমাজ মাধ্যমে ভাইরাল।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version