Sunday, November 9, 2025

বুধবার থেকে ৩দিন চলবে না উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, সমস্যায় পর্যটকরা

Date:

আগামিকাল, বুধবার থেকে ৩দিন বাতিল থাকবে উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। রেলের পক্ষ থেকে কারণ হিসেবে জানানো হয়েছে, সিগন্যালের কাজ-সহ একাধিক প্রযুক্তিগত আগামিকাল থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাতিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের একাধিক ট্রেন। আগামী ৩ দিনের জন্য বাতিল কমপক্ষে ২০টি ট্রেন। পদাতিক এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গন্তব্য হবে নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে হবে শিলিগুড়ি জংশন স্টেশন।

তবে সাময়িকভাবে বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও নিউ জলপাইগুড়ি স্টেশনে দূরপাল্লার ট্রেনের মধ্যে রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস এবং দার্জিলিং মেইলের পরিষেবা অব্যাহত থাকছে৷

রেল সূত্রে খবর, রাঙ্গাপানি, নিউ জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা স্টেশনের মধ্যে স্টেশন ইয়ার্ডের রিমডেলিং এবং সিগন্যাল প্রযুক্তির উন্নতিকরণের জন্যই মূলত উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। পদাতিক এক্সপ্রেস সহ কামাক্ষা, কাঞ্চনজঙ্ঘা, কামরূপ, সরাইঘাট এক্সপ্রেসের মত ট্রেনগুলির ক্ষেত্রে বদলে ফেলা হয়েছে গন্তব্যস্থল। নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে ট্রেনগুলো শিলিগুড়ি জংশন স্টেশনে নিয়ে যাওয়া হবে৷ আলুয়াবাড়ি রোড থেকে বাগডোগরা হয়ে জংশনে থামবে। তবে সময়সীমা একই থাকবে। এই তালিকায় ১৪ টি ট্রেন রয়েছে যেগুলো এনজেপি স্টেশনের বদলে জংশন স্টেশন থেকে ছাড়বে।

অন্যদিকে তিন দিনের জন্য পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে ২০ টি ট্রেন। এর মধ্যে প্যাসেঞ্জার ট্রেন রয়েছে চারটি। এগুলি হল বঙাইগাঁও এক্সপ্রেস , মালদা টাউন, হলদিবাড়ি এক্সপ্রেস, কলকাতা এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস সহ কাটিহার ইন্টারসিটি, হলদিবাড়ি প্যাসেঞ্জার , জলপাইগুড়ি প্যাসেঞ্জার সহ একাধিক প্যাসেঞ্জার ট্রেন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৬ টি ট্রেন। তাদের মধ্যে উল্লেখ্য চেন্নাই সেন্ট্রাল , অমৃতসর কর্মভূমি এক্সপ্রেস-সহ রাজেন্দ্র নগর এক্সপ্রেসের মত ট্রেন।

আরও পড়ুন- বুধে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আজ দিনভর অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখলেন সুজিত

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version