Saturday, May 17, 2025

পন্থের দুর্ঘটনায় প্রশ্নের মুখে মোদির সংস্থা, উঠছে খারাপ রাস্তার তত্ত্ব

Date:

গাড়ি দুর্ঘটনায়(Car Accedent) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ পন্থ(Rishav Pant)। তবে দুর্ঘটনার কারণ পন্থের ঘুমিয়ে পড়া নাকি রাস্তায় গর্ত থাকার জন্য এই দুর্ঘটনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রথমে নিজের ঘুমিয়ে পড়ার কথা বললেও পরে পন্থ জানান রাস্তায়(Road) গর্ত ছিল। তবে এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া।

রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছিলেন যে, পন্থ তাঁকে বলেছেন রাস্তায় থাকা গর্ত থেকে বাঁচতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। যদিও দুর্ঘটনার পর পুলিশ জানিয়েছিল যে, পন্থ বলেছেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কোনটা সত্যি তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার রুরকি এলাকার প্রধান প্রদীপ সিং গুসেইন বলেন, “যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে রাস্তায় কোনও গর্ত নেই। ওই রাস্তায় একটা সরু খাল আছে। সেই কারণে রাস্তাটা একটু ছোট ওই জায়গায়। নিকাশির জন্য ব্যবহার হয় ওই খালটা।”

পন্থের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী পুষ্কর বলেছিলেন, “পন্থ বলল রাস্তায় কোনও গর্ত বা কালো রঙের কিছু ছিল। সেটার থেকে গাড়ি বাঁচাতে গিয়েই ধাক্কা লাগে।” গর্ত ভরাট না করার অভিযোগ উঠেছিল ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। দুর্ঘটনার পর রাস্তা সারাইয়ের কাজও শুরু হয়েছে। গুসেইন অবশ্য জানান, “রাস্তা মেরামতের কোনও কাজ হয়নি ওখানে।” তবে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি দেখা গিয়েছে যেখানে ওই রাস্তা সারাই করা হচ্ছে। রাস্তায় যে গর্ত রয়েছে সেকথা স্বীকার অরে নিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মাও। শনিবার পন্থের সঙ্গে দেখা করার পর শ্যাম বলেছিলেন, “যে জায়গায় দুর্ঘটনা ঘটে, সেখানে গর্ত ছিল। সেখান থেকে গাড়ি বাঁচাতে গিয়েই ডিভাইডারে ধাক্কা মারে পন্থ।”

শুক্রবার ভোরে পন্থের দুর্ঘটনা ঘটে। ৫.৩০ নাগাদ দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মারে ভারতীয় উইকেটরক্ষকের গাড়ি। একাই ছিলেন তিনি। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন পন্থ। গাড়িটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পন্থকে। সেখানেই রয়েছেন তিনি। পন্থের মাথায়, পিঠে এবং পায়ে চোট রয়েছে।

Related articles

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...
Exit mobile version