Thursday, May 15, 2025

ডিসেম্বরে ইনিংস শুরু করলেও তেমন একটা জমিয়ে ব্যাটিং করতে পারেনি শীত। তবে বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে শীতের চেনা আমেজ। আলিপুর আবহাওয়া দফতর তরফে জানা গেছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে দাঁড়াল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:কুয়াশার চাদরে মুড়ল তিলোত্তমার আকাশ, বছরের শুরুতেই নামল তাপমাত্রার পারদ
হাওয়া অফিস তরফে খবর, বৃহস্পতিবারের পর থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত অনুভব করবে বঙ্গবাসী। রবিবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও আরও খানিকটা কমবে। সেক্ষেত্রে মরসুমের প্রথম জাঁকিয়ে শীতের স্পেল পেতে চলেছে বাংলা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের তিন জেলায়। মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আগামী চার পাঁচদিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে।


বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে আকাশ কুয়াশায় মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা নামবে। সেই সঙ্গে থাকবে উত্তুরে হাওয়া।

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...
Exit mobile version