Sunday, November 9, 2025

খোমেইনির ব্যঙ্গচিত্র এঁকে ফের বড় বিতর্কের মুখে শার্লি এবেদা, রেগে লাল ইরান সরকার

Date:

ব্যঙ্গচিত্র এঁকে ফের সংবাদ শিরোনামে উঠে এল শার্লি এবদো (Charlie Hebdo)। ফরাসি এই কার্টুন ম্যাগাজিনের এবারের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা তথা শিখ ধর্মগুরু আয়োতল্লা খোমেইনি (Ayatollah Khamenei)। নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে খোমেইনির একাধিক বিতর্কিত কার্টুন পোস্ট করে ফরাসি কার্টুন ম্যাগাজিনটি (Cartoon Magazine)। আর তার জেরেই বেজায় চটেছে ইরান সরকার (Iran Government)। এরপরই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে শার্লি এবদোকে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে এই ধরণের কার্টুন প্রত্যাহার না করলে তার ফল মারাত্মক হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার (Cartoon Competition) আয়োজন করেছিল ফরাসি কার্টুন ম্যাগাজিনটি। এবছর সেই সিরিজ প্রকাশিত হয়েছে। মূলত ইরানি সর্বোচ্চ নেতার ব্যঙ্গচিত্র আঁকাই ছিল প্রতিযোগিতার টপিক। যে যত ব্যঙ্গাত্মকভাবে আঁকতে পারবে ইরানের সর্বময় কর্তার কার্টুন, সেই পাবে পুরস্কার। আর সেই ছবিগুলি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে যায়। আর তাতেই রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ে ইরান সরকার। ঘটনার পরই ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, ওই ব্যঙ্গচিত্র অবমাননাকর। এরপরই ইরানে ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে তলব করেছে তেহরান সরকার।

উল্লেখ্য, ২০০৬ সালে ধর্মীয় একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে প্রথম নজর কেড়েছিল ফ্রান্সের এই কার্টুন ম্যাগাজিন সংস্থা। হজরত মহম্মদের একটি কার্টুন গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। পরবর্তীতে একের পর এক প্রতিষ্ঠানবিরোধী এবং ধর্মগুরুদের কার্টুন প্রকাশ করে শার্লি এবদো। এর জেরে হামলা হয় তাদের দফতরে। খুন হন কার্টুনিস্টরা। তবে দমানো যায়নি তাদের কর্মসূচিকে। মত প্রকাশের স্বাধীনতাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই কার্টুন ম্যাগাজিন। এবার তার সঙ্গে যুক্ত হল ইরানি ধর্মগুরুকে নিয়ে বিতর্কের বিষয়টি।

 

 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version