Thursday, August 21, 2025

নতুন বছরে ফের কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi)। পয়লা জানুয়ারির পর ফের বৃহস্পতিবার কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা। তবে শুধু দিল্লি নয়, ভূমিকম্প অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও (Jammu and Kashmir)। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। বৃহস্পতিবার সন্ধে ৭টা ৫৫ নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর, দিল্লি ও সংলগ্ন এলাকা। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রত্যক্ষদর্শীদের মতে, ভালোই কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান (Afghanistan)।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। আর তার জেরেই কেঁপে ওঠে দিল্লি এবং সংলগ্ন এনসিআর। কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানে (Pakistan)। জানা গিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ সীমান্ত ফৈজাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়। সেটা হিন্দুকুশ অঞ্চলের মধ্যে পড়ায় গোটা এলাকাই কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্র রয়েছে মাটি থেকে ২০০ কিলোমিটার গভীরে।

গত রবিবারই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি এবং এনসিআর। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৩.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা যায়, রবিবার রাত ১টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জরে।

 

 

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version