Monday, August 25, 2025

নির্বাচনের দিন ঘোষণার আগেই মেঘালয়ে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন(Election Commission)। তবে তার আগেই শুক্রবার মেঘালয়ে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল মেঘালয়(Meghalaya) তৃণমূল(TMC)। উত্তর-পূর্বের এই রাজ্যের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫২টিতে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। দলের মেঘালয় রাজ্য সভাপতি চার্লস পিংরোপ এবং পরিষদীয় দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পরিষদীয় দলনেতা মুকুল সাংমা(Mukul Sangma) জানিয়েছেন, শীঘ্রই বাকি ৮টি আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। হাড়কাঁপানো ঠাণ্ডাতেও মেঘরাজ্যে বাড়তে শুরু করেছে নির্বাচনী উত্তাপ। শাসক জোট এনপিপি ও বিজেপি যেখানে এখনো নিজেদের প্রার্থীই খুঁজে পায়নি সেখানে তৃণমূলের তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে, বর্তমান বিধায়ক ও মেঘালয় ডিস্ট্রিক্ট কাউন্সিল সদস্য মিলিয়ে মোট ১৫ জন রয়েছেন এই তালিকায়। পাশাপাশি প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। প্রথম পর্যায়ের এই তালিকায় ৫ জন মহিলা প্রার্থী রয়েছেন। বর্তমান বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মুকুল সাংমা সোনসাক এবং টিকরিকিলা এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

উল্লেখ্য, চলতি মাসেই ফের মেঘালয় যাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গারো সহ কয়েকটি এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার ও জনসভা করবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব, তার সবিস্তার প্রচারসূচী তৈরি হচ্ছে। মেঘালয় তৃণমূল কংগ্রেসের প্রধান ডক্টর মুকুল সাংমা বলেন, আমরা আশা করি মেঘালয়ের মানুষ তাদের সুনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই ভোট দেবেন। তাঁর সংযোজন, এমনিতেই ভগ্ন জনাদেশের কারণে রাজ্যের মানুষ যথেষ্ট যন্ত্রণা ভোগ করছে। মেঘালয়ের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই আমরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছবো।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...