এবার যোগী রাজ্যে দিল্লির অঞ্জলি সিং কাণ্ডের ছায়া! নাবালককে ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি

শুক্রবার কেতন নামের ওই পড়ুয়া সাইকেলে করে কোচিংয়ে যাচ্ছিল। সেই সময় প্রবল গতিতে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে ওই গাড়িটি। এরপর গাড়িটির পিছনের বাম্পারে পা আটকে যায় ওই পড়ুয়ার

0
1

দিল্লির পর উত্তরপ্রদেশ। এবার অঞ্জলি সিং কাণ্ডের ছায়া যোগী রাজ্যে। ঘটনাস্থল আলাদা হলেও পয়লা জানুয়ারি রাতের সেই ভয়াবহ স্মৃতি ফের যেন ফিরে এলো। এবার সাইকেল আরোহী স্কুল পড়ুয়াকে সজোরে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোইয়ে।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার কেতন নামের ওই পড়ুয়া সাইকেলে করে কোচিংয়ে যাচ্ছিল। সেই সময় প্রবল গতিতে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে ওই গাড়িটি। এরপর গাড়িটির পিছনের বাম্পারে পা আটকে যায় ওই পড়ুয়ার। কিন্তু তারপরও গাড়ি থামায়নি চালক। পিছনে আটকে থাকা অবস্থাতেই প্রায় ১ কিলোমিটার ওই পড়ুয়াকে ছেঁচড়ে নিয়ে যায় গাড়িটি।

১ কিলোমিটার যাওয়ার পর এই ভয়াবহ দৃশ্য দেখতে পেয়ে ঘাতক গাড়িটকে আটকান গ্রামবাসীরা। রক্তাক্ত অবস্থায় তাঁরাই আক্রান্ত পড়ুয়াকে টেনে বের করে আনেন এবং দ্রুত হাসপাতালে পাঠান। গুরুতর জখম অবস্থায় ওই নাবালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটির চালককে হাতে পেয়ে তাঁকে মারধর করে গাড়িটি উল্টে দেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই চালককে উদ্ধার করে গ্রেফতার করেছ। কাউকে ধাক্কা দিয়েছেন বুঝতে পারলেও কেউ যে গাড়ির নীচে আটকে রয়েছেন সেটা নাকি সে বুঝতে পারেননি বলে পুলিশকে জানিয়েছে ধৃত চালক।