Saturday, May 3, 2025

এবার যোগী রাজ্যে দিল্লির অঞ্জলি সিং কাণ্ডের ছায়া! নাবালককে ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি

Date:

দিল্লির পর উত্তরপ্রদেশ। এবার অঞ্জলি সিং কাণ্ডের ছায়া যোগী রাজ্যে। ঘটনাস্থল আলাদা হলেও পয়লা জানুয়ারি রাতের সেই ভয়াবহ স্মৃতি ফের যেন ফিরে এলো। এবার সাইকেল আরোহী স্কুল পড়ুয়াকে সজোরে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোইয়ে।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার কেতন নামের ওই পড়ুয়া সাইকেলে করে কোচিংয়ে যাচ্ছিল। সেই সময় প্রবল গতিতে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে ওই গাড়িটি। এরপর গাড়িটির পিছনের বাম্পারে পা আটকে যায় ওই পড়ুয়ার। কিন্তু তারপরও গাড়ি থামায়নি চালক। পিছনে আটকে থাকা অবস্থাতেই প্রায় ১ কিলোমিটার ওই পড়ুয়াকে ছেঁচড়ে নিয়ে যায় গাড়িটি।

১ কিলোমিটার যাওয়ার পর এই ভয়াবহ দৃশ্য দেখতে পেয়ে ঘাতক গাড়িটকে আটকান গ্রামবাসীরা। রক্তাক্ত অবস্থায় তাঁরাই আক্রান্ত পড়ুয়াকে টেনে বের করে আনেন এবং দ্রুত হাসপাতালে পাঠান। গুরুতর জখম অবস্থায় ওই নাবালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটির চালককে হাতে পেয়ে তাঁকে মারধর করে গাড়িটি উল্টে দেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই চালককে উদ্ধার করে গ্রেফতার করেছ। কাউকে ধাক্কা দিয়েছেন বুঝতে পারলেও কেউ যে গাড়ির নীচে আটকে রয়েছেন সেটা নাকি সে বুঝতে পারেননি বলে পুলিশকে জানিয়েছে ধৃত চালক।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version