Wednesday, August 27, 2025

চোর সন্দেহের জেরে গণপিটুনি। ঘটনার জেরে মৃত্যু এক ব্যক্তির। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের জরুরে। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। এদিকে শনিবার সকালে ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক (State Highway) অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ভরত টুডু। ৫৩ বছরের ওই ব্যক্তি মুর্শিদাবাদের লালবাগের নবগ্রামের পলসন্ডা মোড়ের জলুখার বাসিন্দা।

উল্লেখ্য, রঘুনাথগঞ্জের জরুরের বাসিন্দা আবেদা বিবির বাড়িতে শুক্রবার রাতে চুরি করতে যায় ভরত। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে ভরত তাঁদের বাড়ির দোতলায় ওঠে। এরপরই দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে। বেশকিছু মূল্যবান সামগ্রী তাঁদের বাড়ি থেকে চুরি করে বলেও অভিযোগ। এরপর শুক্রবার রাতেই চিৎকার শুরু করেন আবেদা বিবি। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে আবেদা বিবির বাড়ির সামনে জড়ো হয়ে যান সকলে। অভিযোগ, এরপর ভরতকে ঘিরে ধরে চলে বেধড়ক মারধর। এরপর জরুর মোড়ে রাজ্যসড়কের কাছে ভরতের দেহ ফেলে দেওয়া হয়।

এদিকে শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজ্য সড়কের পাশে উদ্ধার হয় ভরত টুডুর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে। ঘটনার প্রতিবাদে সরব এলাকার মানুষজন। রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। তার ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার সকালে রাস্তার ধার থেকে ক্ষতবিক্ষত এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রামের রাজ্য সড়কের ওপরে।

তবে কী করে এমন ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version