Wednesday, May 14, 2025

চোর সন্দেহের জেরে গণপিটুনি। ঘটনার জেরে মৃত্যু এক ব্যক্তির। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের জরুরে। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। এদিকে শনিবার সকালে ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক (State Highway) অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ভরত টুডু। ৫৩ বছরের ওই ব্যক্তি মুর্শিদাবাদের লালবাগের নবগ্রামের পলসন্ডা মোড়ের জলুখার বাসিন্দা।

উল্লেখ্য, রঘুনাথগঞ্জের জরুরের বাসিন্দা আবেদা বিবির বাড়িতে শুক্রবার রাতে চুরি করতে যায় ভরত। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে ভরত তাঁদের বাড়ির দোতলায় ওঠে। এরপরই দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে। বেশকিছু মূল্যবান সামগ্রী তাঁদের বাড়ি থেকে চুরি করে বলেও অভিযোগ। এরপর শুক্রবার রাতেই চিৎকার শুরু করেন আবেদা বিবি। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে আবেদা বিবির বাড়ির সামনে জড়ো হয়ে যান সকলে। অভিযোগ, এরপর ভরতকে ঘিরে ধরে চলে বেধড়ক মারধর। এরপর জরুর মোড়ে রাজ্যসড়কের কাছে ভরতের দেহ ফেলে দেওয়া হয়।

এদিকে শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজ্য সড়কের পাশে উদ্ধার হয় ভরত টুডুর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে। ঘটনার প্রতিবাদে সরব এলাকার মানুষজন। রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। তার ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার সকালে রাস্তার ধার থেকে ক্ষতবিক্ষত এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রামের রাজ্য সড়কের ওপরে।

তবে কী করে এমন ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

 

Related articles

এপ্রিল থেকেই ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীরা: মন্ত্রিসভার অনুমোদনের পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০১৬-র চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি (Group C-Group D) কর্মীদের পাশে থাকার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা...

তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

তিন দিনের জন্য ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মাঝেমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফরে যান সেখানে...

ইস্টবেঙ্গলে এলেন এডমন্ড লালরিনডিকা

নতুন মরসুমের জন্য জোরকদমে দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের(Eastbengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদেরও নেওয়া শুরু রেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

শিল্পোন্নয়নের জোয়ার! নিউটাউনে ২৫ একর জমিতে ‘বিশ্বঅঙ্গন’, রঘুনাথপুরে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক: ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেই রাজ্যে বিনিয়োগের বিপুল প্রস্তাব এসেছিল। কার্যকরের পথে আরও একধাপ এগোল রাজ্য সরকার। বুধবার, মন্ত্রিসভার বৈঠকের...
Exit mobile version